অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটোস অ্যাপে যুক্ত হয়েছে আলট্রা এইচডিআর নামে ছবি সম্পাদনার নতুন একটি সুবিধা। এই সুবিধাটি ব্যবহার করলে স্মার্টফোনে তোলা পুরোনো ছবি এখন দেখতে আরও উজ্জ্বল, রঙিন ও ডিটেইল হবে।

আলট্রা এইচডিআর গুগলের নিজস্ব একটি উন্নতমানের ছবি ফরম্যাট। যদিও এটি সাধারণ জেপিজি এক্সটেনশনেই থাকবে। তবে এর প্রযুক্তি আলাদা। ছবিতে আলোর মাত্রা, রঙের ঘনত্ব ও ছায়ার ভারসাম্য আরও নিখুঁতভাবে উপস্থাপন করতে সক্ষম হবে এই ফরম্যাট। এতে ছবির সূক্ষ্ম বিবরণ স্পষ্ট হবে এবং যেকোনো আলো-পরিবেশে তোলা ছবিও অনেক বেশি প্রাণবন্ত দেখাবে। নতুন এই সুবিধা ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরোনো ছবিগুলোকেও আলট্রা এইচডিআর ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। এতে ছবির গঠনগত দিক অপরিবর্তিত থাকলেও এর উজ্জ্বলতা ও রঙের প্রাণবন্ততা বহুগুণ বেড়ে যাবে।

গুগল ফটোসের ৭.

২৪.০.৭৪৭৫৩৯০৫৩ সংস্করণে এই সুবিধা ‘অ্যাডজাস্ট’ অংশে যুক্ত হয়েছে। সেখানে আগে থাকা এইচডিআর ইফেক্টের স্থানে এখন দেখা যাচ্ছে ‘আলট্রা এইচডিআর’। তবে এটি সবার ফোনে একসঙ্গে চালু হচ্ছে না। গুগল ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা ‘আলট্রা এইচডিআর’ অপশনটি খুঁজে পাবেন।

আলট্রা এইচডিআর ফরম্যাটের আরেকটি বড় সুবিধা হলো এটি প্রচলিত জেপিজি ফাইলের চেয়ে কম স্টোরেজ নেবে। ফলে স্মার্টফোন বা ক্লাউডে জায়গা বাঁচবে। পাশাপাশি, এই ফরম্যাটের ছবি এমন ডিভাইসেও দেখা যাবে, যেগুলো এইচডিআর সাপোর্ট করে না। তবে ওই যন্ত্রে ছবিগুলো সাধারণভাবে দেখা গেলেও আলট্রা এইচডিআরের বিশেষ বৈশিষ্ট্যগুলো দৃশ্যমান হবে না। কোনো ছবি আলট্রা এইচডিআর ফরম্যাটে আছে কি না, তা জানতে চাইলে ছবিটি ওপেন করে ওপরের দিকে সোয়াইপ করে বিস্তারিত তথ্যের অংশে যেতে হবে। সেখানে ছবির পিক্সেল তথ্যের পাশে ‘আলট্রা এইচডিআর’ লেখাটি দেখা যাবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই স ব ধ ব যবহ র ফরম য ট আলট র

এছাড়াও পড়ুন:

ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে

ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।

নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।

ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।

সূত্র: টেক্লুসিভ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি, এমফিলে মাসে ১৫ হাজার–পিএইচডিতে ২০ হাজার টাকা
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে