আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসি, ডিনসহ সব বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ
Published: 27th, April 2025 GMT
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, ডিনসহ সব বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ করেছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে তারা পদত্যাগের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিটিউটের পরিচালকরা যৌথভাবে তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।’
উপাচার্য ছাড়াও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন—বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইমেরিটাস অধ্যাপক এম রিজওয়ান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদা, অর্থনীতি বিভাগের প্রধান মো.
এর আগে গতকাল সকাল থেকে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলন শুরু হয়। পরে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের ৩ দাবি হলো—
১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ ছাড়াও ইউআইউ রিফর্ম ১.০ ও জুলাই বিপ্লবে বাধা দেওয়া, এক ছাত্রীর বাবা মারা যাওয়ার পর তার কাছে কাউন্সিলর থেকে ডেড সার্টিফিকেট চাওয়া, আইসিইউ ফেরত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে অস্বীকৃতি জানানো, বিশ্ববিদ্যালয়ে একক সিন্ডিকেট তৈরির অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ।
২. মিডটার্ম পরীক্ষার সময় ১৫ মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। এটি আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
৩. ইউআইউ রিফর্ম ১.০–এ যেসব দাবি মানা হয়েছিল, সব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিশেষভাবে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি মিড টার্মে কোর্সপ্রতি ২ হাজার টাকা ও ফাইনাল পরীক্ষায় ৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপ চ র য পদত য গ র পদত য গ পর ক ষ
এছাড়াও পড়ুন:
ইউআইইউতে বিভিন্ন অভিযোগ তদন্তে কমিটি গঠন
শিক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগের সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বোর্ড অব ট্রাস্টিজ।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার অঙ্গীকার থেকে তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করে ট্রাস্টি বোর্ড।
কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। কমিটির সদস্য হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনীর এবং সদস্য সচিব হলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সহযোগী অধ্যাপক ড. মফিজুল হক মাসুম।
এ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রমাণসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় উন্নয়নে ইউআইইউ অঙ্গীকারবদ্ধ।
ঢাকা/মেহেদী