শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, ডিনসহ সব বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ করেছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে তারা পদত্যাগের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিটিউটের পরিচালকরা যৌথভাবে তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।’

উপাচার্য ছাড়াও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন—বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইমেরিটাস অধ্যাপক এম রিজওয়ান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদা, অর্থনীতি বিভাগের প্রধান মো.

ওমর ফারুক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার, আইরিকের পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন, ইইই বিভাগের প্রধান মো. কে. মাশুকুর রহমান, ফার্মেসি বিভাগের প্রধান তাহমিনা ফয়েজ, সিডিআইপির পরিচালক সুমন আহমেদ, ডেটা সায়েন্স প্রোগ্রামের পরিচালক জান্নাতুন নূর, বিজিই প্রোগ্রামের পরিচালক রফিকুল ইসলাম ও আইএনএসের পরিচালক অধ্যাপক আবু সাকলায়েন।

এর আগে গতকাল সকাল থেকে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলন শুরু হয়। পরে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের ৩ দাবি হলো—

১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ ছাড়াও ইউআইউ রিফর্ম ১.০ ও জুলাই বিপ্লবে বাধা দেওয়া, এক ছাত্রীর বাবা মারা যাওয়ার পর তার কাছে কাউন্সিলর থেকে ডেড সার্টিফিকেট চাওয়া, আইসিইউ ফেরত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে অস্বীকৃতি জানানো, বিশ্ববিদ্যালয়ে একক সিন্ডিকেট তৈরির অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ।

২. মিডটার্ম পরীক্ষার সময় ১৫ মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। এটি আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

৩. ইউআইউ রিফর্ম ১.০–এ যেসব দাবি মানা হয়েছিল, সব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিশেষভাবে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি মিড টার্মে কোর্সপ্রতি ২ হাজার টাকা ও ফাইনাল পরীক্ষায় ৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপ চ র য পদত য গ র পদত য গ পর ক ষ

এছাড়াও পড়ুন:

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে তৃতীয় ইউআইইউ

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫-এ বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মার্স রোভার টিম।

তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ২৩-২৭ জুলাই ২ তুরস্কে অনুষ্ঠিত হয়।

বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি ইউআইইউ এর মার্স রোভার টিম বেশ কয়েকটি পুরষ্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে রয়েছে- সেরা স্বনির্ভর, ড্রাইভিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দল এবং সেরা বিজ্ঞান দল।

আরো পড়ুন:

জবির প্রভাবশালী আওয়ামীপন্থি ‘ক্যাডার’ শিক্ষকরা যেখানে আছেন

রাবি ছাত্রদলের কমিটি: সভাপতি-সম্পাদকসহ অধিকাংশেরই ছাত্রত্ব নেই

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ অর্জন ইউআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় সংকল্প এবং প্রকৌশলগত উৎকর্ষতায় দক্ষতা প্রদর্শন করে। ইউআইইউ মার্স রোভার টিমের অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা ক্ষমতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিযোগিতার বিভিন্ন বিচারক এমনকি অপরাপর অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় দলগুলিকে মার্স রোভার ভিত্তিক ডিজাইন নির্মাণ করতে আমন্ত্রণ করে, যেখানে উদ্ভাবিত রোভার বা রোবোটগুলো মহাশূন্যে বিভিন্ন অনুসন্ধানের প্রতিবন্ধকতাকে দূর করার মতো জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। এআরসি বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা স্পেস এক্সপ্লোরেশন সোসাইটির (ইউকেট) একটি উদ্যোগ।

এআরসি-তে এই অর্জন ইউআইইউকে বিশ্বব্যাপী শীর্ষ রোভার ইঞ্জিনিয়ারিং দলগুলির মধ্যে অন্যতম হিসেবে স্থান দিয়েছে। এছাড়াও এই সাফল্য রোবোটিক্স এবং মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দক্ষতাকে বৈশ্বিক পরিমণ্ডলে জোরালোভাবে দেখাচ্ছে।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে তৃতীয় ইউআইইউ