এবার চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়
Published: 27th, April 2025 GMT
তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে কত কাণ্ড! তাঁর নিষেধাজ্ঞা কমানোয় এক আম্পায়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবিতে। এর পরও হুঁশ হয়নি তরুণ এ ক্রিকেটারের। গতকাল আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় নতুন করে আরও ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন, জরিমানা গুনেছেন ১০ হাজার টাকা।
আগের দিন নানা ঘটনায় নিষেধাজ্ঞার শাস্তি এক বছরের জন্য স্থগিত হওয়ায় গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান হৃদয়। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। কিন্তু তাতে হৃদয়ের কোনো ভ্রুক্ষেপ নেই।
গতকাল দুবার জীবন পেয়ে ৩৭ রান করে ওয়াসি সিদ্দিকির বলে জীবনের হাতে ধরা পড়েন মোহামেডানের এ তারকা। কিন্তু পরিষ্কার করে প্রতিপক্ষের খেলোয়াড়রা উল্লাসে মাতলেও তিনি মাঠ ছাড়তে চাইছিলেন না, ঠায় দাঁড়িয়ে ছিলেন উইকেটে। আউট হওয়ার পর দাঁড়িয়ে থাকাটা আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনা নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, হৃদয় গতকাল লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন। যার শাস্তি ১ ডিমেরিট পয়েন্ট। হৃদয়ের আগের ডিমেরিট পয়েন্ট আছে ৭টি। এখন আরও এক যোগ হলো। যার মানে তিনি চার ম্যাচ খেলতে পারবেন না। যদিও আইসিসির নিয়ম মানলে সেটা হবে পাঁচ ম্যাচ।
এখন প্রশ্ন হলো, বিসিবির টেকনিক্যাল কমিটির দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞার এক ম্যাচ এক বছরের জন্য স্থগিত করে দিলেও নতুন করে তিনি যে শাস্তি পেয়েছেন, সেটার কী হবে? হৃদয়ের এ অবস্থা দেখে বিসিবির এক পরিচালক অবশ্য বলেছেন, নিজের হুঁশ না থাকলে কেউ বাঁচাতে পারবে না!
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়