Risingbd:
2025-11-03@13:09:32 GMT

নিশোর সঙ্গী নাবিলা!

Published: 30th, April 2025 GMT

নিশোর সঙ্গী নাবিলা!

অভিনেত্রী নাবিলা ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপরে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। এবার অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে!

জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’-তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা। শুরুর দিকে শোনা গিয়েছিল, এই সিরিজে নিশোর সঙ্গে জুটি বাঁধবেন তানজিম সাইয়ারা তটিনী। সর্বশেষ খবর অনুযায়ী, তটিনিকে নয়, বরং সিরিজটিতে দেখা যাবে নাবিলাকেই।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’-এর ঘনিষ্ঠ সূত্র জানায়, নাবিলা এরই মধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন। যদিও এ বিষয়ে নির্মাতা ভিকি জাহেদ বা নাবিলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

আরো পড়ুন:

ঈদের আগে উড়াল দিলেন ফারিণ

জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ

অন্যদিকে, ‘দাগি’ সিনেমার সাফল্যে এখনো উচ্ছ্বসিত আফরান নিশো। সিনেমাটিতে দর্শক তাকে ভিন্নরূপে আবিষ্কার করেছেন। সেই ধারাবাহিকতায় ‘আকা’ ওয়েব সিরিজ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

জানা গেছে, সিরিজটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। এছাড়াও, সিরিজটির নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘আকা’, তবে ‘আজাদ’ নামটিও বিবেচনায় রয়েছে।

ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে নতুন ধারার থ্রিলিং অভিজ্ঞতা।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র জট

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ