Risingbd:
2025-08-01@04:38:05 GMT

নিশোর সঙ্গী নাবিলা!

Published: 30th, April 2025 GMT

নিশোর সঙ্গী নাবিলা!

অভিনেত্রী নাবিলা ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপরে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। এবার অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে!

জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’-তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা। শুরুর দিকে শোনা গিয়েছিল, এই সিরিজে নিশোর সঙ্গে জুটি বাঁধবেন তানজিম সাইয়ারা তটিনী। সর্বশেষ খবর অনুযায়ী, তটিনিকে নয়, বরং সিরিজটিতে দেখা যাবে নাবিলাকেই।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’-এর ঘনিষ্ঠ সূত্র জানায়, নাবিলা এরই মধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন। যদিও এ বিষয়ে নির্মাতা ভিকি জাহেদ বা নাবিলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

আরো পড়ুন:

ঈদের আগে উড়াল দিলেন ফারিণ

জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ

অন্যদিকে, ‘দাগি’ সিনেমার সাফল্যে এখনো উচ্ছ্বসিত আফরান নিশো। সিনেমাটিতে দর্শক তাকে ভিন্নরূপে আবিষ্কার করেছেন। সেই ধারাবাহিকতায় ‘আকা’ ওয়েব সিরিজ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

জানা গেছে, সিরিজটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। এছাড়াও, সিরিজটির নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘আকা’, তবে ‘আজাদ’ নামটিও বিবেচনায় রয়েছে।

ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে নতুন ধারার থ্রিলিং অভিজ্ঞতা।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র জট

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ