নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ফলাফল বিপর্যয়ের নেপথ্যে.........
Published: 30th, April 2025 GMT
বন্দরের নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের সুনাম নষ্টে একের পর এক অপকর্ম করে চলেছে নবগঠিত এডহক কমিটির বিতর্কিত সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন।
নিয়ম বহির্ভূতভাবে এসএসসি ফেল সন্তানের অভিভাবক হিসেবে সদস্য হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠছে এই সুমন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুনাম নষ্ট করার লক্ষ্যে একের পর অপপ্রচার করে চলেছে সে।
জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় ১০ম শ্রেণী ৬৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ফেল করে বা অকৃতকার্য হয়। যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সায়মা খানম ঐ শিক্ষার্থীদেরকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনে বাধা প্রদান করেন।
তখন তিনি বলেছিলেন, তোমরা আরও ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিও। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানটির তৎকালীণ সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলও এই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি দেননি। যার ফলশ্রুতিতে বিদ্যালয়ের অধ্যক্ষও তাদেরকে অনুমতি প্রদান করেননি।
কিন্তু, বর্তমান এডহক কমিটির বিতর্কিত সদস্য এবং বিগত কমিটিরও সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন অনেকটা জোরপূর্বকভাবে প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ্যের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ৬৮ শিক্ষার্থীকে নিজ জিম্মায় পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি দেন।
যার সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। সুমনের একগুয়ে সিদ্ধান্তের কারণে ঐ ৬৮ শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন শিক্ষার্থীই ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেল করে, যেখানে সুমনের নিজের সন্তানও রয়েছে।
তবে, বিতর্কিত এই সুমন পুনরায় এডহক কমিটির সদস্য হওয়ার পর থেকে এখন নিজেকে সাধু প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ব্যক্তির স্ট্যাটাসে নবীগঞ্জ গার্লস স্কুলের খারাপ রেজাল্টের দায় প্রধান শিক্ষক তথা অধ্যক্ষের ঘাড়ে চাপানোর চেষ্টা করে সে।
ফেরদৌস ওয়াহিদ সুমন তার ফেসবুক আইডি থেকে ঐ স্ট্যাটাসে যে কমেন্ট করেছেন তা তুলে ধরা হলো, সুমন লিখেছেন, বন্দর থানায় ২৩ টি বিদ্যালয় রয়েছে তার মধ্যে ২০ তম হয়েছে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ। তার কারণ অযোগ্য প্রধান শিক্ষিকা, অশিক্ষিত সভাপতির কারণে দিন দিন বিদ্যালয়টি ধংশ হয়ে যাচ্ছে। আরো একটি কমেন্টে একটি ছবি পোষ্ট করে সেখানে বিদ্যালয়ের ২০তম হওয়ার বিষয়টি তুলে ধরে সে।
এদিকে, সুমনের এমন কান্ডে অত্র শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো বন্দর উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবকরা বলছেন, চোরের মায়ের বড় গলা। টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া সুমন এখন নিজে সাধু সাজার চেষ্টা করছে। এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ও সাবেক সভাপতির উপর দায় চাপানোর চেষ্টা করছে।
অভিভাবকরা আরও বলছে, নিজের দোষ ঢাকতে সুমন এমন চতুরতার আশ্রয় নিচ্ছে। মূলত বিদ্যালয়ের পাশের হার কম হওয়ার পিছনে সুমনই দায়ী। যা এই বিদ্যালয়ের বিগত ৫ বছরের এসএসসি পরীক্ষার পাশের হারের দিকে তাকালেই দেখা যায়। যেখানে অন্যান্য বছর ৮০ থেকে ৯৮ পারসেন্ট ছিলো পাশের হার, সেখানে সুমনের একগুয়ে সিদ্ধান্তের কারণে ২০২৪ সালে পাশের হার নেমে আসে ৬৫ পারসেন্টে।
কিভাবে এই এডহক কমিটির সদস্য হলেন তা জানতে চাইলে অভিযুক্ত সুমন বলেন, ০৫ আগস্ট পরবর্তী সময়ে একটি গেজেট প্রকাশিত হয়েছে যেখানে বলা আছে, ইউএনও চাইলে যে কাউকে এডহক কমিটিতে সদস্য হিসেবে নিযুক্ত করতে পারেন।
গত বছরের ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ করে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সদস্য ছিলো ১১ জন, আমি একা কিভাবে করবো? সেখানে আপনার স্বাক্ষর আছে উল্লেখ করা হলে সুমন আমতা আমতা করেন। পরবর্তীতে তিনি বলেন, আমার স্বাক্ষর নকল করা হয়েছে।
সেই কমিটির সভাপতি ছিলো সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তাকে বাইলট করে আমি কিভাবে সুযোগ দিতে পারি? কিন্তু পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি পত্রে সাবেক সভাপতি আতাউর রহমান মুকুল এবং প্রধান শিক্ষিকার কোনো স্বাক্ষর ছিলো না এমন তথ্য আমাদের কাছে আছে, জানালে তিনি ফোন কেটে দেন।
অপরদিকে, ফেরদৌস ওয়াহিদ সুমন কিভাবে এডহক কমিটির সদস্য হলো এমন প্রশ্ন করা হলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি নিয়মবহির্ভূত কিছু হয়ে থাকে, তবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটি। গত ১১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চার সদস্যের কমিটির অনুমোদন দেয়। এই এডহক কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে ফেরদৌস ওয়াহিদ সুমন নামের একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, ফেরদৌস ওয়াহিদ সুমন নামের ওই ব্যক্তি ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ফেল করা এক শিক্ষার্থীর বাবা। অকৃতকার্য শিক্ষার্থী হিসেবে তার সন্তান এ বছর আবারও এসএসসি পরীক্ষা দিচ্ছে। একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়ের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে কিভাবে একজন দশম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবককে এডহক কমিটির সদস্য করা হলো, তা বোধগম্য নয়।
এখানে পুরোপুরি অযৌক্তিকভাবে এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে ফেরদৌস ওয়াহিদ সুমনকে সদস্য করা হয়েছে। তার উপর সেই শিক্ষার্থী গত বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। অভিভাবকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং অবিলম্বে তারা এই বিতর্কিত কমিটি ভেঙ্গে দিতে শিক্ষা অফিসার, ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ল র এসএসস পর ক ষ য় অ শ ২০২৪ স ল সদস য হ স মন র ফ ল কর র অন ম উপজ ল গ রহন হওয় র
এছাড়াও পড়ুন:
‘রাষ্ট্রীয় শোক’ প্রত্যাখ্যান
গণগ্রেপ্তার, নির্যাতন–নিপীড়ন–হয়রানি চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির ছয়জন সমন্বয়ক তখনো আটক ছিলেন ডিবি কার্যালয়ে। এ রকম একটি পরিস্থিতিতে সরকারি উদ্যোগে লোকদেখানো ‘রাষ্ট্রীয় শোক’ পালন করা হচ্ছিল ৩০ জুলাই। তৎকালীন আওয়ামী লীগ সরকারের এই কর্মসূচি প্রত্যাখ্যান করে সেদিন ‘মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং তা অনলাইনে প্রচারের কর্মসূচি’ পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ২৯ জুলাই রাত (২০২৪ সাল) থেকেই ফেসবুকের প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার শুরু হয়। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রতি সংহতি জানান।
ফেসবুকে অভূতপূর্ব সাড়ার পাশাপাশি নিহত ব্যক্তিদের স্মরণে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে ৩০ জুলাই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও সড়কে মিছিল করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকার করা রিটের শুনানিতে ৩০ জুলাই হাইকোর্ট মন্তব্য করেন ‘এসব মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক’।
সেদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরেন বিশিষ্ট নাগরিকেরা। ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’–এর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা)। অধ্যাপক আসিফ নজরুল (বর্তমান সরকারের উপদেষ্টা), টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানবাধিকারকর্মী
শিরীন হক, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সামিনা লুৎফা ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর যে মাত্রায় বলপ্রয়োগ ও সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে, তা দেশের জনগণ ও বিশ্ববিবেককে স্তম্ভিত, ক্ষুব্ধ ও মর্মাহত করেছে।’
অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৩০ জুলাই বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অন্যদিকে বাংলাদেশ সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গণ–অভ্যুত্থানের উত্তাল দিনগুলো সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের (বর্তমানে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক) চলতি জুলাই মাসের ৬ তারিখ রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ২৯ জুলাই (২০২৪ সাল) সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক এবং কালো ব্যাজ ধারণের ঘোষণা দেওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঙ্গে তাঁর কথা হয়। নাছির উদ্দীন তাঁকে রাষ্ট্রীয় কালো ব্যাজের বিপরীতে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। পরে মো. আবু সাদিক কায়েমকে (ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা) ফোন করে বিষয়টি জানিয়েছিলেন আবদুল কাদের। সাদিকও সম্মতি দেন। নাছির উদ্দীন ও আবু সাদিকের সঙ্গে বারবার আলোচনা করেই মুখে–চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা ও তা অনলাইনে প্রচার করার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল।