পূর্বাভাস ছিলই, তা মিলেও গেল আজ শুক্রবার ভোরে। ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল বিপর্যস্ত হলো প্রচণ্ড ঝড়–বৃষ্টিতে। ঝড়ে গাছ উপড়ে মারা গেলেন এক পরিবারের চারজন। রাস্তায় রাস্তায় পানি জমে যায়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা ও ট্রেন চলাচল। ঝড়–বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকের দিনের শেষ দিকেও।

আজ ভোর পৌনে পাঁচটা থেকে শুরু হয় দমকা ঝড় ও প্রচণ্ড বৃষ্টি। স্থানভেদে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮০ থেকে ৬০ কিলোমিটার। কোথাও কোথাও বজ্রপাতও হয়। দমকা ঝড়ে দিল্লি বিমানবন্দরের পশ্চিমাঞ্চলজুড়ে দ্বারকা এলাকায় নজফগড় অঞ্চলে এক বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে তিন শিশুসহ মারা যান তাদের মা। পরিবারের পুরুষ কর্তা আহত হন।

ঝড়ের প্রকোপ এত তীব্র ছিল যে ঘণ্টা দুয়েকের জন্য দিল্লি বিমানবন্দর অচল হয়ে পড়ে। বহু বিমানের অবতরণে প্রায় এক ঘণ্টা বিলম্ব ঘটে। বেশ কিছু বিমান দিল্লির বদলে জয়পুর, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে পাঠিয়ে দেওয়া হয় অবতরণের জন্য। ফ্লাইটরেডার জানায়, বিমান ছাড়তে বিলম্ব হয় ২১ থেকে ৬১ মিনিট পর্যন্ত।

দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়ে। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।

দিল্লি বিমানবন্দরে বেশ কিছুদিন ধরেই নানা ধরনের অব্যবস্থার অভিযোগ উঠছে। আজকের ঝড়–বৃষ্টি তা আরও বাড়িয়ে দেয়।

এই ঝড়ে গাছ উপড়ে ট্রেন চলাচলও ভালো রকম ব্যাহত হয়। রেল মন্ত্রণালয় সূত্রে বলা হয়, কোথাও রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে, কোথাও ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে ২০–২৫টি ট্রেন চলাচল ব্যাহত হয়। কিছু ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হয়। ফলে কোনো কোনো ট্রেন ছাড়ে ঝড়–বৃষ্টি থামার পর।

এই প্রাকৃতিক বিপর্যয়ের দরুন রাজধানীর বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট পরিষেবাও। বহু এলাকায় পানি জমে যায়। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় জায়গায় জায়গায় নিকাশিব্যবস্থাও বানচাল হয়ে পড়ে। বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়। অফিসগামী যাত্রীদের পড়তে হয় যানজটে। এককথায়, জনজীবন বিপর্যস্ত।

অবশ্য ঘণ্টা তিনেকের এই ঝড়–বৃষ্টি দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় ২০ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৪০ ডিগ্রির আশপাশে। আজ সকালে তা ঝুপ করে নেমে যায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। মাঝবৈশাখে নেমে আসে ফাল্গুনের আমেজ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়–বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া বিভাগ। এমন পূর্বাভাস রয়েছে আগামীকাল শনিবারেও। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী দিল্লি ও তার আশপাশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভোরে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝড় ব ষ ট

এছাড়াও পড়ুন:

ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে উড়োজাহাজে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে ৪১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগোগামী একটি ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি লন্ডনের কাছে বেডফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা।

অভয় নায়েক ইজিজেট ফ্লাইটে হামলা ও যাত্রীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলার মতো আচরণ করেছেন। তিনি উড়োজাহাজে বোমা ফাটানোর হুমকি দিয়েছিলেন। তিনি মাঝ আকাশে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দিয়ে চিৎকার করেছিলেন, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অভয় নায়েক স্লোগান দিচ্ছেন, ‘আমেরিকার পতন হোক’, ‘ট্রাম্পের পতন হোক’। এরপরই তিনি ‘আল্লাহু আকবর’ (যার অর্থ ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’) বলে স্লোগান দেন। পরে দুজন ব্যক্তি তাঁকে কাবু করে উড়োজাহাজের মেঝেতে ফেলে দেন।

ওই ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি কোন ধর্মের অনুসারী, সে ব্যাপারে তাৎক্ষিণক কিছু জানা যায়নি।

ওই ব্যক্তির এমন আচরণের পর পাইলটরা বাধ্য হয়ে গ্লাসগোতে জরুরি অবতরণ করেন। সেখানেই স্কটিশ পুলিশ এসে অভয় নায়েককে গ্রেপ্তার করে।

স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘গত রোববার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে গ্লাসগোতে পৌঁছানো ইজিজেটের একটি ফ্লাইটে এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এমন খবর পেয়ে আমরা সেখানে যাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, ঘটনাটি এককভাবে ওই ব্যক্তির, অন্য কেউ জড়িত নন। যেসব ভিডিও অনলাইনে ছড়িয়েছে, সেগুলো সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা খতিয়ে দেখছেন।’

উড়োজাহাজ অবতরণের পরই অভয় নায়েককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আক্রমণ ও যাত্রীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি।

ইজিজেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেপরোয়া আচরণের কারণে একজন যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করছি।’

পাইসলি শেরিফ আদালতে হাজিরার সময় অভয় নায়েক কোনো বক্তব্য দেননি। তাঁকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তাঁকে আবার আদালতে হাজির করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে উড়োজাহাজে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক
  • জোয়ারে ব্রিজের মাটি ধসে রামগতি-বয়ারচর সড়ক অচল