প্রথম চার ম্যাচ ৮ উইকেট নিয়েও লাহোর কালান্দার্সের একাদশ থেকে ছিটকে পড়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার এরপর টানা তিনটি ম্যাচ দেখেছেন বেঞ্চে বসে। সেই রিশাদ অবশেষে রোববার আবার একাদশে সুযোগ পেলেন। তবে সুযোগ পেয়েই দারুণ বোলিং করেও অবশ্য দলকে জেতাতে পারেননি।

লাহোরে করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ। যারা খেলা দেখেননি এই বোলিং বিশ্লেষণ দেখে ভুল বুঝতে পারেন। বৃষ্টিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরের বেশির ভাগ বোলার মার খেয়েছেন আরও বেশি। ১৬৮ রানের লক্ষ্য করাচি ছুঁয়ে ফেলে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে।

রিশাদের দল ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলার পর নামে বৃষ্টি। রিশাদ তখন ১ বলে শূন্য রানে অপরাজিত। লাহোরের ইনিংস শেষ সেখানেই। বৃষ্টি থামার পর আবার যখন খেলা শুরু হলো করাচির লক্ষ্য ১৬৮ রান।

এমন ম্যাচে যেভাবে শুরু করা দরকার ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্ট তেমন শুরুই এনে দেন করাচিকে। চতুর্থ ওভারের প্রথম বলে ওয়ার্নার (১৩ বলে ২৪) যখন ফেরেন করাচির রান ৪০। ১০ বলে ২৪ করা সাইফার্ট ফেরেন ৪.

৪ ওভারে দলকে ৫৭ রানে রেখে।

পিএসএলে রিশাদের উইকেট এখন ৯টি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ