প্রথম চার ম্যাচ ৮ উইকেট নিয়েও লাহোর কালান্দার্সের একাদশ থেকে ছিটকে পড়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার এরপর টানা তিনটি ম্যাচ দেখেছেন বেঞ্চে বসে। সেই রিশাদ অবশেষে রোববার আবার একাদশে সুযোগ পেলেন। তবে সুযোগ পেয়েই দারুণ বোলিং করেও অবশ্য দলকে জেতাতে পারেননি।

লাহোরে করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ। যারা খেলা দেখেননি এই বোলিং বিশ্লেষণ দেখে ভুল বুঝতে পারেন। বৃষ্টিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরের বেশির ভাগ বোলার মার খেয়েছেন আরও বেশি। ১৬৮ রানের লক্ষ্য করাচি ছুঁয়ে ফেলে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে।

রিশাদের দল ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলার পর নামে বৃষ্টি। রিশাদ তখন ১ বলে শূন্য রানে অপরাজিত। লাহোরের ইনিংস শেষ সেখানেই। বৃষ্টি থামার পর আবার যখন খেলা শুরু হলো করাচির লক্ষ্য ১৬৮ রান।

এমন ম্যাচে যেভাবে শুরু করা দরকার ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্ট তেমন শুরুই এনে দেন করাচিকে। চতুর্থ ওভারের প্রথম বলে ওয়ার্নার (১৩ বলে ২৪) যখন ফেরেন করাচির রান ৪০। ১০ বলে ২৪ করা সাইফার্ট ফেরেন ৪.

৪ ওভারে দলকে ৫৭ রানে রেখে।

পিএসএলে রিশাদের উইকেট এখন ৯টি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ