রোগীকে কমপক্ষে ১০ মিনিট দেখবেন চিকিৎসক
Published: 6th, May 2025 GMT
প্রতি রোগীর জন্য গড়ে ১০ মিনিটের পরামর্শ সময় নিশ্চিত করতে হবে, এজন্য প্রয়োজনীয় সংখ্যক সেবা প্রদানকারীর উপস্থিতি নিশ্চিত করা এবং সাপ্তাহিকভাবে ব্যবস্থাপত্রে নমুনা যাচাইয়ের পদ্ধতি চালু করতে হবে। অতিদরিদ্র বা যারা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ, তারা সব হাসপাতালে বিনামূল্যে সব সেবা পাবেন।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাতে এসব বিষয় উল্লেখ করা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা.
এছাড়াও সুপারিশে বলা হয়, জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক, জাতীয় ডায়াগনস্টিক ল্যাবরেটরি নেটওয়ার্ক, জাতীয় রক্ত সঞ্চালন নেটওয়ার্ক এবং জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করতে হবে। এই পরিষেবাগুলো নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নিজ নিজ ক্ষেত্রে একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে সংযুক্ত থাকবে এবং পরিচালিত হবে।
এতে জনগণ সহজে, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে এই পরিষেবাগুলো পাবেন। সেবাগ্রহীতার অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করতে একটি আধুনিক ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।
কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সংস্কার প্রতিবেদনে সরকারি হাসপাতালে সেবা বিকেল ৫টা পর্যন্ত করা, বেসরকারি হাসপাতালে সেবামূল্য নির্ধারণ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে না দেওয়া, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা, নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামাল তৈরি, স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস গঠনসহ ৩২টি সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়ন করতে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন শ চ ত কর ন টওয় র ক
এছাড়াও পড়ুন:
জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৫ জন, মব ও গণপিটুনিতে ১২
চলতি বছরের জুলাইয়ে সারা দেশে কমপক্ষে ৫৯টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, সমাবেশ ঘিরে সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল নিয়ে এসব সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় ১৫ জন নিহত এবং ৬৬১ জন আহত হয়েছেন। এ ছাড়া মব (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) ও গণপিটুনির ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।
মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ‘জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরে বলা হয়, জুলাই মাসে রাজনৈতিক সহিংসতা আগের মাসের তুলনায় হতাহত কিছুটা বেড়েছে। জুন মাসে ৬৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২ জন নিহত এবং ৫৪৬ জন আহত হয়েছিলেন।
তবে জুলাই মাসে ৫৯টি সহিংসতায় ১৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৬৬১ জন। নিহত ১৫ জনের মধ্যে বিএনপির ছয়জন এবং আওয়ামী লীগের পাঁচজন এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ৫৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনার ৫১টিই ঘটেছে বিএনপির অন্তঃকোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। এ ছাড়া বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সাতটি সংঘর্ষ, বিএনপি ও জামায়াতের মধ্যে পাঁচটি সংঘর্ষ এবং বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মব ও গণপিটুনিতে ১২ জন নিহতপ্রতিবেদনে মব ও গণপিটুনির চিত্র তুলে ধরে বলা হয়েছে, জুলাই মাসে মব ও গণপিটুনির ৩২টি ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে, গুলিতে ও হেফাজতে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে যৌথ বাহিনীর গুলিতে পাঁচজন এবং একজন পুলিশ হেফাজতে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জুলাই রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে ফিরোজা আশরাফী নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়। আর বাকি পাঁচজন গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে নিহত হন। গোপালগঞ্জে নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে সমালোচনার মুখে সরকার তাঁদের মরদেহ তুলে ময়নাতদন্ত সম্পন্ন করে।
আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে মামলার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা–কর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা–কর্মীদের নামে কমপক্ষে ৩০টি মামলা হয়েছে। এসব মামলায় ১ হাজার ৬৫২ জনের নাম উল্লেখ করে এবং ১৭ হাজার ৮৩৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত মাসে রাজনৈতিক মামলায় কমপক্ষে ৬১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতা–কর্মী কমপক্ষে ৫৮৭ জন। এ ছাড়া বিশেষ অভিযানে সারা দেশে আরও ৫ হাজার ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মী।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাসংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এটি উদ্বেগজনক যে জুলাই মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ছয়টি হামলার ঘটনায় দুটি মন্দির, দুটি প্রতিমা, ২০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া জমি দখলের একটি ঘটনাও ঘটেছে।
গত ২৬ ও ২৭ জুলাই রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তারের পর উগ্র–উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০টি বাড়িতে হামলা চালায়।
নারী ও শিশু নির্যাতনের বিষয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে কমপক্ষে ১৬২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৮ জন। ধর্ষণের শিকার ৪২ জনের বয়স ১৮ বছরের নিচে। ১৪ জন নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে এবং আত্মহত্যা করেছেন দুজন নারী।
যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন দুজন, আহত হয়েছেন তিনজন এবং আত্মহত্যা করেছেন একজন নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৩৯ জন, আহত হয়েছেন ৫ জন এবং আত্মহত্যা করেছেন ১৭ জন নারী।
বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি নিহতসীমান্ত হত্যার তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশ–ভারত সীমান্তে আটটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছয়জন বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এ ছাড়া দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কমপক্ষে ৩৬৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) বিএসএফ।
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৩৩ ) নামে এক যুবক আহত হয়েছেন।
সাংবাদিক নির্যাতনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে কমপক্ষে ২৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন, হুমকি পেয়েছেন পাঁচজন ও লাঞ্ছিত হয়েছেন পাঁচজন। এ ছাড়া দু্টি মামলায় দুজন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
কারাগারে মৃত্যু ও শ্রমিক নির্যাতনের বিষয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে আটজন বন্দী মারা গেছেন। আটজনের মধ্যে তিনজন কয়েদি ও পাঁচজন হাজতি। আর ১৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন।