ফাইনালে পৌঁছে পিএসজি কোচ বললেন‘আমরা কৃষকদের লিগ’
Published: 8th, May 2025 GMT
ফ্রেন্স লিগ ওয়ানকে ফার্মার্স লিগ বা কৃষক লিগ বলে মজা নেয় বড় লিগ গুলোর সমর্থকরা। এবার সেই ব্যাপারটা নিয়েই উল্টো মজা করলেন লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি কোচ লুইস এনরিকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার (৭ মে) দিবাগত রাতে আর্সেনালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভ করে।দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পিএসজি।
এনরিকে দলকে ফাইনালে তুলেই সমালোচকদের খুব সূক্ষভাবে এখহাত নিলেন। এই স্প্যানিশ কোচ সমালোচনাকারীদের বিদ্রুপের সুরে বলেন, “আমরা কৃষকদের লিগ”। বার্সার হয়ে ট্রেবল জেতা এই কোচ হয়ত বুঝাতে চেয়েছেন দেখো, আমরাই ফাইনালে এখন।
গত সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে ১-০ গোলের জয় পাওয়ার পর, বুধবার পার্ক দে প্রিন্সে দ্বিতীয় লেগে ফাবিয়ান রুইজ এবং আশরাফ হাকিমির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। বুকায়ো সাকা আর্সেনালের পক্ষে ৭৬তম মিনিটে একটি সান্ত্বনাসূচক গোল করেন।
আরো পড়ুন:
পিএসজির স্বপ্নের ফাইনালের পথে আর্সেনাল বাঁধা হতে পারেনি
‘আর্সেনালকে বুঝিয়ে দিতে হবে পার্ক দে প্রিন্স আমাদের বাড়ি’
ফাইনালে উঠার পথে পিএসজি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারিয়েছে! এই কথাটা মনে করিয়ে দিতেই এনরিকে ঠাট্টার সুরে বলেন, “ফার্মারদের লিগ, তাই না? আমরাই তো ফার্মারদের লিগ। আমরা এই ফলাফল উপভোগ করছি। সবাই আমাদের দল, আমাদের মানসিকতা ও খেলার প্রশংসা করছে। এটা দারুণ লাগছে।”
সেমিফাইনালে পিএসজির বিপক্ষে হেরে বাদ পড়ার পর আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেন, তারাই জয়ের দাবিদার ছিলেব। এই কথাটা মেনে নিতে পারেননি এনরিকে, “মিকেল আর্তেতা আমার ভালো বন্ধু, কিন্তু আমি একমত নই যে, আর্সেনাল জয়ের দাবিদার ছিল। তারা যেভাবে খেলতে ভালোবাসে সেভাবেই খেলেছে। কিন্তু দুই লেগে আমরাই বেশি গোল করেছি এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর্সেনাল ভালো খেলেছে। তবে আমরাও অনেক কষ্ট করেছি, আমরাই ফাইনালে উঠার যোগ্য।”
পিএসজির গোলরক্ষক জেয়ানলুইজি দেন্নারুম্মার এই ম্যাচে বেশ কিছু নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচান। এই ইতালিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এনরিকে বলেন, “তোমার দলে যদি দারুণ একজন গোলরক্ষক না থাকে, তাহলে চ্যাম্পিয়নস লিগ জিতবে কীভাবে? আজ গিগি (দোন্নারুম্মা) অসাধারণ খেলেছে, যেমনটা সে করেছে লিভারপুলের বিপক্ষেও। আজ আমাদের রক্ষণভাগও দুর্দান্ত ছিল।”
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে, জানুয়ারিতে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছিল পিএসজি। কিন্তু ২০১৫ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এনরিকে মনে করেন তাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল জানুয়ারিতেই। প্যারিসে তারা ম্যান সিটির বিপক্ষে ৪-২ গোলের জয় পায়।
এনরিকে বলেন, “টার্নিং পয়েন্ট হতে পারে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ, যেখানে আমরা ০-২ এ পিছিয়ে ছিলাম। কিন্তু গ্রুপ পর্বে আমাদের পরিসংখ্যান ইউরোপের সেরা দলের মধ্যে ছিল। আমরা ন্যায্যভাবে ফাইনালে পৌঁছেছি।”
আরেক সেমিফাইনালে ইন্টার মিলান রোমাঞকর দুই লেগেই প্রভাব বিস্তার করে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে। এনরিকে বলেন ফাইনালটি হবে কঠিন এক লড়াই, “ইন্টার আমাদের চেয়ে অভিজ্ঞ, তাদের খেলোয়াড়রা বয়সে বড়। কিন্তু আমরা শিরোপা জিততে চাই এবং সেই মানসিকতা নিয়েই মাঠে নামবো। এটা (লড়াই) কঠিন হবে, কিন্তু ওদের জন্যও একই রকম কঠিন। খুবই মজার ফাইনাল হবে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প এসজ চ য ম প য়নস ল গ আর স ন ল আর স ন ল প এসজ র আম দ র ফ ইন ল এনর ক আমর ই
এছাড়াও পড়ুন:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ মে ‘আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে এয়ার টিকেটের মূল্য কারসাজির অভিযোগ’ শিরোনামে অনলাইনে সংবাদ প্রকাশ করে সমকাল। এর প্রতিবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।
প্রতিবাদপত্রে তিনি লিখেছেন, ট্রাভেল এজেন্ট ব্যবসায় টিকেট সিন্ডিকেটদের পুনঃপ্রতিষ্ঠা করতে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর লক্ষ্য আটাব সভাপতি, মহাসচিব ও কার্যনির্বাহী পরিষদকে সরিয়ে এয়ার টিকেট মার্কেটে পুনরায় তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
আফসিয়া জান্নাত সালেহ দাবি করেন, আটাব সভাপতি ও মহাসচিব কোনো রাজনৈতিক দল, অর্থপাচার বা টিকেট চক্রের সঙ্গে সংশ্লিষ্ট নন। প্রতিবেদনে উপস্থাপিত এমন কোনো চেক বা অর্থ লোপাটের ঘটনা ঘটেনি। আটাবের অর্থব্যয়ের হিসাব ও বিল, ইনভয়েস ও রশিদ রয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
আটাব সংশ্লিষ্টদের অভিযোগ, তথ্য-প্রমাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্যও রয়েছে। কারও সম্মানহানি করার উদ্দেশ্য সমকালের ছিল না।