আজ রাতে পাকিস্তান ছাড়ছেন নাহিদ-রিশাদ
Published: 9th, May 2025 GMT
পিএসএলে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ রাতে পাকিস্তান ছাড়ছেন। তাদের সংযুক্ত আমিরাতের দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এরই মধ্যে পিএসএলের বাকি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এই অংশে বাংলাদেশের দুই ক্রিকেটার খেলবেন কি না জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, ‘সেটা তো বলতে পারব না। পাকিস্তান থেকে আগে বের হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’
এবারের পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে লিটন দাস চোটের কারণে কোনো ম্যাচ খেলার আগেই দেশে ফিরে আসেন। পাকিস্তানে অবস্থান করছিলেন রিশাদ ও নাহিদ। সূচি অনুসারে আজ রাওয়ালপিন্ডিতে রিশাদের লাহোর কালান্দার্স ও নাহিদের পেশোয়ার জালমি মুখোমুখি হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন একটি ভবন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজ পাকিস্তানে পিএসএলের সব ম্যাচ স্থগিত করা হয়। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যদিও নতুন দিনক্ষণ ঠিক করা হয়নি।
পরশু ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ শুরু হয়। তবে বিসিবির পক্ষ থেকে তখন জানানো হয়, নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ। দুই ক্রিকেটারও একসঙ্গে ছবি দিয়ে তেমন বার্তা দেন। তবে গতকাল স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ক্রিকেটারদের অস্বস্তি বাড়। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তাঁরা। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটাররাও। এরপরই আজ এল নাহিদ-রিশাদের পাকিস্তান ছাড়ার খবর।
এ মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজটিও এখন অনিশ্চয়তার মুখে। আগামীকাল বোর্ডের বাকি পরিচালকদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি