পিএসএলে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ রাতে পাকিস্তান ছাড়ছেন। তাদের সংযুক্ত আমিরাতের দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এরই মধ্যে পিএসএলের বাকি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এই অংশে বাংলাদেশের দুই ক্রিকেটার খেলবেন কি না জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, ‘সেটা তো বলতে পারব না। পাকিস্তান থেকে আগে বের হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’

এবারের পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে লিটন দাস চোটের কারণে কোনো ম্যাচ খেলার আগেই দেশে ফিরে আসেন। পাকিস্তানে অবস্থান করছিলেন রিশাদ ও নাহিদ। সূচি অনুসারে আজ রাওয়ালপিন্ডিতে রিশাদের লাহোর কালান্দার্স ও নাহিদের পেশোয়ার জালমি মুখোমুখি হওয়ার কথা ছিল।

তবে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন একটি ভবন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজ পাকিস্তানে পিএসএলের সব ম্যাচ স্থগিত করা হয়। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যদিও নতুন দিনক্ষণ ঠিক করা হয়নি।

পরশু ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ শুরু হয়। তবে বিসিবির পক্ষ থেকে তখন জানানো হয়, নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ। দুই ক্রিকেটারও একসঙ্গে ছবি দিয়ে তেমন বার্তা দেন। তবে গতকাল স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ক্রিকেটারদের অস্বস্তি বাড়। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তাঁরা। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটাররাও। এরপরই আজ এল নাহিদ-রিশাদের পাকিস্তান ছাড়ার খবর।

এ মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজটিও এখন অনিশ্চয়তার মুখে। আগামীকাল বোর্ডের বাকি পরিচালকদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল

এছাড়াও পড়ুন:

দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। নানা রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আমাদের জন্য জরুরি হলো—ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠা করা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আজ সময়ের দাবি।

এই সংকটময় সময়ে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই—আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষ, এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে।

আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন। আমাদের লক্ষ্য হোক শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠন। আল্লাহ তায়ালা আমাদের দেশকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করুন।”

আজ একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ