আজ রাতে পাকিস্তান ছাড়ছেন নাহিদ-রিশাদ
Published: 9th, May 2025 GMT
পিএসএলে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ রাতে পাকিস্তান ছাড়ছেন। তাদের সংযুক্ত আমিরাতের দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এরই মধ্যে পিএসএলের বাকি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এই অংশে বাংলাদেশের দুই ক্রিকেটার খেলবেন কি না জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, ‘সেটা তো বলতে পারব না। পাকিস্তান থেকে আগে বের হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’
এবারের পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে লিটন দাস চোটের কারণে কোনো ম্যাচ খেলার আগেই দেশে ফিরে আসেন। পাকিস্তানে অবস্থান করছিলেন রিশাদ ও নাহিদ। সূচি অনুসারে আজ রাওয়ালপিন্ডিতে রিশাদের লাহোর কালান্দার্স ও নাহিদের পেশোয়ার জালমি মুখোমুখি হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন একটি ভবন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজ পাকিস্তানে পিএসএলের সব ম্যাচ স্থগিত করা হয়। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যদিও নতুন দিনক্ষণ ঠিক করা হয়নি।
পরশু ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ শুরু হয়। তবে বিসিবির পক্ষ থেকে তখন জানানো হয়, নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ। দুই ক্রিকেটারও একসঙ্গে ছবি দিয়ে তেমন বার্তা দেন। তবে গতকাল স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ক্রিকেটারদের অস্বস্তি বাড়। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তাঁরা। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটাররাও। এরপরই আজ এল নাহিদ-রিশাদের পাকিস্তান ছাড়ার খবর।
এ মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজটিও এখন অনিশ্চয়তার মুখে। আগামীকাল বোর্ডের বাকি পরিচালকদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিঘাতে দুই অটো চালক আহত
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিঘাতে দুই অটো চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আদমজী ইপিজেড এলাকার রিমি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকাশ (৩৫) ও শরিফ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় রিমি গার্মেন্টস ছুটি হওয়ার পর এক নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে শ্রমিকটির সঙ্গে অটোচালক আকাশের বাকবিতণ্ডা শুরু হয়।
এ সময় অপর দিক থেকে এক যুবক এসে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং হঠাৎ পকেট থেকে ছুরি বের করে আকাশের ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে। ধারালো ছুরির আঘাতে আকাশ মারাত্মকভাবে আহত হন।
পরিস্থিতি দেখে পাশেই থাকা আরেক অটো চালক শরিফ বাধা দিতে গেলে দুর্বৃত্ত তাকেও ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে ঢামেক হাসপাতালে নিয়ে যান, আর শরিফকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকার এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, রিমি গার্মেন্টসের দক্ষিণ পাশে বৈদ্যুতিক তারের বড় বড় রোল ফেলে রাখা আছে। প্রায়ই এসব তারের ভেতরে ছিনতাইকারীরা লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে ছিনতাই করে। তিনি আরও বলেন, রাত গভীর হলে এখানে ছিনতাইকারীদের আনাগোনা বাড়ে এবং তারা নিয়মিত মাদক সেবন করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।