আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ (ব্লকেড) কর্মসূচি চলছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী যানবাহনগুলোকে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছিলেন আন্দোলনকারীরা। শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড–সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিন বসিয়ে তাতে জুলাই গণ–অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছিল।

সড়কে বসে উত্তাল সে সময়ের ভিডিও দেখছিলেন আন্দোলনকারীরা। এর মধ্যেই তাঁরা একটু পরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এর আগে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। তখন থেকে আট ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ কর্মসূচি অব্যাহত আছে। শাহবাগ ব্লকেড শুরু হওয়ার আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।

শুক্রবার রাতে শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড–=সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিনে জুলাই গণ–অভ্যুত্থানের ভিডিও দেখছেন আন্দোলনকারীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হব গ অবর ধ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ