শাহবাগ ‘ব্লকেড’ চলছে, আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতেও স্লোগান
Published: 10th, May 2025 GMT
আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ (ব্লকেড) কর্মসূচি চলছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী যানবাহনগুলোকে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছিলেন আন্দোলনকারীরা। শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড–সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিন বসিয়ে তাতে জুলাই গণ–অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছিল।
সড়কে বসে উত্তাল সে সময়ের ভিডিও দেখছিলেন আন্দোলনকারীরা। এর মধ্যেই তাঁরা একটু পরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এর আগে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। তখন থেকে আট ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ কর্মসূচি অব্যাহত আছে। শাহবাগ ব্লকেড শুরু হওয়ার আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা।
শুক্রবার রাতে শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ড–=সংলগ্ন জায়গায় অস্থায়ী এলইডি স্ক্রিনে জুলাই গণ–অভ্যুত্থানের ভিডিও দেখছেন আন্দোলনকারীরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্টফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে।
থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর এবং জিডি–সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকে।
অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে।
কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশের নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।
অনলাইন জিডির পাশাপাশি প্রচলিত জিডি কার্যক্রমও অব্যাহত থাকবে।