আজ ১৩ জেলায় বৃষ্টি, কাল আরও বাড়তে পারে
Published: 11th, May 2025 GMT
চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। বৃহস্পতিবার বিস্তৃত হয়ে শুক্রবার ৪৫ জেলায়, শনিবার ৬২ জেলায়। আজ রোববারও ছিল এই তাপপ্রবাহ। কিন্তু দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে শুরু করে। আগামীকাল এর বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
আবহাওয়াবিদরা বলছেন, দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে যায়।
আবহাওয়াবিদরা বলছেন, চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। শুক্রবার ৪৫ জেলায়, শনিবার ৬২ জেলায়, আজ রোববারও দেশের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ বিকেলে সমকালকে বলেন, এপ্রিল উষ্ণ মাস হলেও এবার গরম তেমন একটা ছিল না। মে শুরুর কয়েক দিন তাপমাত্রা কম থাকলেও ৭ তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে চলতি বছরের রেকর্ড তাপমাত্রা দেখা যায়। রাজধানীতে গতকাল বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কাজী জেবুন্নেছা আরও বলেন, আজ দেশের অধিকাংশ জেলায় আজও তাপপ্রবাহ ছিল। কিন্তু দুপুরের পর থেকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। বৃষ্টির এই বিস্তৃতি আগামীকাল আরও বাড়বে। দেশের সামগ্রিক তাপমাত্রা কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ দুপুরে সমকালকে বলেন, আজ দেশের তাপমাত্রা এমনই থাকতে পারে। তবে আগামীকাল সোমবার দেশের কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এটি বিস্তৃত হয়ে মঙ্গলবার সারাদেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে।
ওমর ফারুক আরও বলেন, বৃষ্টি হলে গরম কমবে। বৃষ্টি না থাকলে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে বৃষ্টি হলে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
আজ রোববার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ ঢাকার বাতাস পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২টায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
উৎস: Samakal
কীওয়ার্ড: স লস য় স আগ ম ক ল দশম ক আরও ব
এছাড়াও পড়ুন:
ব্রহ্মপুত্রে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (১২ মে) সকাল ৭ টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ইব্রাহিম আলী ও ইমরান হোসেন আপন দুই ভাই। গত শনিবার (১০ মে) বেলা ৩ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে আজ (সোমবার) সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ৬ বছর পূর্বে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মায়ের অন্যত্র বিয়ে হলে শিশু দুটি চর জলঙ্গারকুঠির নানা বাড়িতে থাকতো।
ঢাকা/বাদশাহ্/টিপু