বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের আহ্বান
Published: 11th, May 2025 GMT
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে সোমবার থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সোমবার থেকে ক্লাসে পাঠদানে বিরত থাকার জন্য খোলা চিঠিতে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, টানা তিনদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর সোমবার থেকে নতুনভাবে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার উপাচার্যসহ সকল দপ্তরে তালা মেরে প্রশাসনিক শাটডাউন কর্মসূচি পালন করে আসছিল। সোমবার থেকে একাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হলো।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের কাছে খোলা চিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খোলা চিঠি পেয়েছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে শিক্ষকরা এরই মধ্যে সংহতি জানিয়েছেন।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার রাত ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল করেছেন। ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের ব্যানারে প্রতিবাদ মিছিলটি হয়। এরপর ববির গ্রাউন্ড ফ্লোরে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন শিক্ষার্থী সুজয় শুভ, ভূমিকা সরকার, রাকিন খান, ওয়াহিদুর রহমান, মোশাররফ হোসেন, নিশাত মালিহা ঐশী, শাহেদুর রহমান শাহেদ প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স মব র থ ক
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে ওসির বিচারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন আইনজীবীরা। সোমবার (১২ মে) সকালে রাজশাহী আদালতের সামনে মানববন্ধন করেন তারা।
এ সময় আইনজীবীরা চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান। এছাড়া তদন্ত সাপেক্ষে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান আইনজীবীরা।
মানববন্ধনে আইনজীবীরা ওসি মতিয়ারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘তার ক্ষমতার উৎস কী? কার ক্ষমতার বলে তিনি এত অন্যায়-অবিচার করার পরও এখন পর্যন্ত টিকে আছেন?’’
আরো পড়ুন:
হাসনাতের ওপর হামলায় বিএনপি নেতা আসামি, প্রতিবাদে মানববন্ধন
পাবনায় গ্রাহকদের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও এনজিও
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ আইনজীবী লিয়াকত আলী, আব্দুর রশিদ বাবু, হযরত আলী, ফিরোজ আলী প্রমুখ।
এর আগে সম্প্রতি ওসি মতিয়ার রহমান থানায় যাওয়া আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৮ মে আইনজীবী আব্দুর রশিদ বাবু ওসির বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন।
আইনজীবীদের অভিযোগ মিথ্যা দাবি করে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘‘আমি জানি না যে আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আমি শুনেছিলাম যে মানববন্ধন হবে।’’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘‘এ ধরনের অভিযোগ আসলে গুরুত্বের সঙ্গে দেখা হবে।’’
ঢাকা/কেয়া/বকুল