আগামী ২৮ মে ঢাকায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'বিভাগীয় তারুণ্যের সমাবেশ' সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত এই সভায় মহানগরের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন:“বাংলাদেশের যুবসমাজ আজ নিপীড়নের শিকার, বেকারত্বে জর্জরিত ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা।

তারুণ্যের শক্তিই পারে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে। ২৮ মে ঢাকার ঐতিহাসিক তারুণ্যের সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সর্বোচ্চ শক্তি দিয়ে অংশ নেবে। এই সমাবেশ হবে অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের গর্জন।”

মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, “নারায়ণগঞ্জ মহানগর যুবদল অতীতেও সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও আমরা ঐক্যবদ্ধভাবে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করব।”

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.

শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর,সিদ্ধিরগঞ্জ, বন্দর থানারষ ও উপজেলা বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র য বদল র র রহম ন ল ইসল ম আহম দ

এছাড়াও পড়ুন:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে একই অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ফতুল্লার এক ডাইং মালিককে চাঁদার দাবিতে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় বলে জানান রিজভী।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘আজাদ ডাইং’ এর মালিক আজাদ হোসেনের কাছে চাঁদার দাবিতে ফোন দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। একপর্যায়ে রিয়াদ ডাইং পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। ওই ফোনকল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

রিয়াদকে গ্রেপ্তার ও বহিষ্কারের ব্যাপারে কথা বলতে আজাদ ডাইংয়ের মালিক আজাদ হোসেনকে ফোন করলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে জানান।

সম্পর্কিত নিবন্ধ

  • ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২
  • ব্যবসা–বাণিজ্যের উন্নয়নে নারায়ণগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা
  • চাঁদাবাজির মামলায় রিয়াদ চৌধুরী কারাগারে
  • রিয়াদ চৌধুরী কারাগারে
  • বিদেশে পালানোর সময় বহিষ্কৃত বিএনপি নেতা আটক
  • বন্দরে গাঁজা ও ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 
  • নারায়ণগঞ্জ সিটি পার্কে ছুরিকাঘাতে মাদক কারবারির মৃত্যু
  • নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ চৌধুরী বিমানবন্দর থেকে আটক, পরে দল থেকে বহিষ্কার
  • চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার