একই দিনে ২৩টি নিয়োগ পরীক্ষা, ক্ষোভ চাকরিপ্রার্থীদের
Published: 23rd, May 2025 GMT
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২৩টি নিয়োগ পরীক্ষা ছিল গতকাল শুক্রবার। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল ও বিকেলে পরীক্ষাগুলো হয়। এক দিনে এত পরীক্ষা হওয়ায় বিপাকে পড়েন চাকরিপ্রার্থীরা। কারণ কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার আবেদন করেছিলেন। কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন– তা নিয়ে ভোগেন সিদ্ধান্তহীনতায়। ফলে একটি পরীক্ষায় অংশ নিতে গিয়ে বাকিগুলো ছাড়তে হয়েছে। এতে ক্ষুব্ধ প্রার্থীরা।
তারা বলছেন, অনেকেই একাধিক আবেদন করেছেন। অনেকেই অনেক পরীক্ষা দিতে পারেননি। আবার দেখা যায়, দুটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে। যানজট কিংবা দূরত্বের কারণে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে যায়। সব মিলিয়ে এটিকে হয়রানি বলতে হয়। এক দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন প্রার্থীরা।
বরিশাল থেকে পরীক্ষা দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাইদুল ইসলাম শুভ সমকালকে বলেন, ‘এনএসআইয়ের দুটি পদে পরীক্ষা দিয়েছি। পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার পদের জন্যও আবেদন করেছিলাম। একই সময় দুই প্রতিষ্ঠানে পরীক্ষা হওয়ায় পল্লী বিদ্যুতে অংশ নিতে পারিনি। প্রতিটির আবেদনে খরচ আছে। সেই সঙ্গে স্বপ্ন থাকে। এ রকমভাবে পরীক্ষার ডেট দেওয়া আমাদের প্রতি অবিচার।’
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, এ ধরনের সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে তামাশার শামিল। প্রতিটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ। কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার আয়োজন করাটা তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের প্রতিশ্রুতি ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থায় একের পর এক অব্যবস্থাপনা ও তামাশার পুনরাবৃত্তি ঘটছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করে পরীক্ষার্থীরা যেন প্রতিটি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই দাবিও জানানো হয়েছিল।
প্ল্যাটফর্মটির সংগঠক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সিরাজুস সালেহীন সিয়ন বলেন, ‘একই দিনে এত নিয়োগ পরীক্ষা নেওয়া অন্যায় ও অন্যায্য। এতে অর্থ, সময় ও সুযোগের অপচয় হয়। এক দিনে এত নিয়োগ পরীক্ষা হওয়ার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়ার আমাদের যে সাংবিধানিক অধিকার, তা খর্ব হয়েছে। এ বিষয়ে আমরা আগেই প্রতিবাদ জানিয়েছিলাম। কোনো কাজ হয়নি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ চ কর প র র থ দ র ন য় গ পর ক ষ পর ক ষ র ক পর ক ষ
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়