পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়া বর্গফুটে ৫ এবং খাসির ক্ষেত্রে ২ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া ঢাকায় ছোট আকারের গরুর চামড়ায় সর্বনিম্ন ১ হাজার ৩৫০ ও বাইরে ১ হাজার ১৫০ টাকা ঠিক করা হয়েছে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে চামড়ার দামের ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, এবার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ধরা করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০। ঢাকার বাইরে এ দাম হবে ৫৫ থেকে ৬০, যা গতবার ছিল ৫০ থেকে ৫৫ টাকা। একইভাবে সারাদেশে খাসির প্রতি বর্গফুট চামড়ার দাম হবে ২২ থেকে ২৭ ও বকরির ২০ থেকে ২২ টাকা। গতবার খাসির চামড়ার দাম ছিল ২০ থেকে ২৫, বকরি ১৮ থেকে ২০ টাকা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আশা করছি, নির্ধারিত দরের নিচে কেউ চামড়া বিক্রি করবে না।

তিনি বলেন, জেলা-উপজেলা পর্যায়ে ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনায় সংরক্ষণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন থেকে অন্তত ১০ দিন কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না।

চামড়া বিক্রিতে তড়িঘড়ি না করার আহ্বান জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকার এবার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ, হাটবাজার ব্যবস্থাপনাসহ তিন মাসের জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমরা দুটি তথ্যচিত্র তৈরি করেছি, যা সারাদেশে প্রদর্শন করা হবে। এতে চামড়া সংরক্ষণ ও প্রসেস করার পদ্ধতি শেখানোর চেষ্টা রয়েছে। এ ছাড়া সরকার ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, কোরবানির ঈদে সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনে নিরাপত্তার জন্য জরুরি সেবা ৯৯৯ থেকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়েও বিশেষ কন্ট্রোল সেল থাকবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ