মডেল হিসেবে কাজ শুরু করলেও ২০০১ সালে ‘আজনবি’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় বিপাশা বসুর। এরপর আর পেছনে ফিরে তাকতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর তার চেহারা নিয়ে কটু কথা বলছেন অনেকে। এমন সময় সামনে এসেছে বিপাশার একটি সাক্ষাৎকার, যেখানে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সঙ্গে টেনেছেন ‘জিসম’ সিনেমার প্রসঙ্গ।

বিপাশা বলেন, “ক্যারিয়ারের মাঝে সময়ে সবাই বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছেন, হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতিমধ্যেই। ‘জিসম’-এর মত সিনেমায় অভিনয় করা ঠিক হবে না। কিন্তু আমি কারও কথা শুনিনি।”

অভিনেত্রী বলেছেন, ‘যারা আমার বিষয়ে জানেন তারা সবাই ধরেই নিয়েছিল, আমি হয়তো পাগল হয়ে গেছি।’

অভিনেত্রীর মতে, এই ছবিতে কাজ করার সিদ্ধান্তটা তার একেবারেই সঠিক ছিল। প্রাপ্তবয়স্কদের জন্য ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম’-এ অভিনয় করার পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি বিপাশাকে।

বিপাশার ভাষ্য, “নারীরা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না- এই সিনেমার সেই ধরনের ধারণা বদলে যায়। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।” সূত্র: আনন্দবাজার অনলাইন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প শ বস

এছাড়াও পড়ুন:

এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করবে গুগল

ব্যবহারকারীদের বয়স শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীদের সার্চ ইতিহাস ও ইউটিউবে ভিডিও দেখার ধরন বিশ্লেষণ করে বয়স শনাক্ত করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বয়স শনাক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে এ প্রযুক্তি অল্পসংখ্যক ব্যবহারকারীর ওপর প্রয়োগ করা হবে। তবে পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে। বয়স ১৮ বছরের কম বলে শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর হবে। ফলে ইউটিউবে ঘুমের সময় মনে করিয়ে দেওয়ার সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এ ছাড়া আধেয় বা কনটেন্ট সুপারিশ সীমিত করার পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হবে না।

গুগলের তথ্যমতে, ব্যবহারকারীদের বয়স ১৮ বছরের কম বলে শনাক্ত হলে তারা গুগল প্লে স্টোরে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কোনো অ্যাপে প্রবেশ করতে পারবে না। তবে কেউ যদি ভুলক্রমে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত হন, তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রের ছবি বা সেলফি জমা দিয়ে বয়স যাচাইয়ের আবেদন করতে পারবেন।

বিশ্বজুড়ে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রে এ নিয়ে নতুন করে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ব্লুস্কাই, রেডিট, ডিসকর্ড ও স্পটিফাইয়ের মতো জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্তের উদ্যোগ নিয়েছে গুগল।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ

  • অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি
  • গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
  • এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করবে গুগল