মৌলভীবাজারের কমলগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রোজিনা বেগম নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সোমবারের ওই হামলায় আহত হয়েছেন অন্তত তিনজন। এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে। আহতরা হলেন– ধলাইরপার এলাকার জালাল মিয়া, নিহত রোজিনার ভাই ভাসানীগাঁও গ্রামের হারুন মিয়া ও তাঁর স্ত্রী নুরুন নাহার লুবনা।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভাসানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাছিলেন স্থানীয় আব্দুর রহিম। খবর পেয়ে জালাল মিয়া মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তাঁর মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে।

স্থানীয়রা এক পর্যায়ে আহতদের উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। আঘাত গুরুতর হওয়ায় অন্যদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোজিনা বেগম স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। হামলায় আহত হারুন তাঁর ভাই। প্রতিপক্ষের মূল দ্বন্দ্ব তাঁর সঙ্গেই। 

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত হত য কমলগঞ জ

এছাড়াও পড়ুন:

সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭ গরু লুট

মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭টি গরু নিয়ে গেছে ডাকাতরা। তারা ট্রাক চালকসহ তিনজনকে হাত-পা ও মুখ বেঁধে রাজশাহীর চারঘাটে সড়কের পাশে ফেলে যায়। গরুগুলো কোরবানির হাটের জন্য ব্যাপারীরা দিনাজপুর থেকে অন্য জেলায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাত ২টার দিকে দাশুড়িয়া-নাটোর-রাজশাহী আঞ্চলিক সড়কের পাবনার ঈশ্বরদীর মুলাডুলি-শেখপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতিটি হয়। 

বুধবার (২৮ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান জানান, ডাকাতি হওয়া ট্রাকটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হয়েছে। গরুগুলো এখনো উদ্ধার হয়নি।  

আরো পড়ুন:

ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাত আতঙ্ক

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২টার দিকে দিনাজপুর থেকে আসা একটি গরু বোঝাই ট্রাক ঈশ্বরদীর মুলাডুলি এলাকা অতিক্রমকালে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদলে সাত থেকে আটজন সদস্য ছিলেন। তারা আরেকটি ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড দেয় এবং গরু বোঝাই ট্রাকটি অবরোধ করে। এরপর অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপারসহ তিনজনের হাত-পা ও মুখ বেঁধে অপহরণ করে এবং গরুগুলো লালনশাহ সেতু দিয়ে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। ভোরে লালনশাহ সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাত দল সেতু পার হয়ে ভেড়ামারা অতিক্রম করেছে। এ সময় তাদের আরেকটি ট্রাক লালনশাহ সেতু পার না হয়ে অন্যদিকে চলে যায়। সম্ভবত ওই ট্রাকে চালকসহ জিম্মি তিনজন ছিলেন। রাজশাহীর চারঘাট সড়কের পাশে লুট হওয়া ট্রাকটির চালকসহ তিনজনকে ফেলে রেখে চলে যায় ডাকাতরা। সকালে চালকসহ তিনজন ঈশ্বরদী থানায় এসে ঘটনার বিস্তারিত জানান।

তিনি আরো জানান, ভোরে মোবাইল ফোনে পুলিশ জানতে পারে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে গরু ডাকাতির ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে সেখান থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ডাকাতির বিষয়ে জোর তদন্ত চলছে। ডাকাত গ্রেপ্তারে বিশেষ অভিযানও শুরু হয়েছে। গরু উদ্ধারেরও চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৩
  • সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭ গরু লুট
  • বেতন না পাওয়ার ক্ষোভে ডাকাতি, জাহাজের প্রকৌশলীসহ আটক ৩: কোস্টগার্ড
  • ঢাবি ছাত্র সাম্য হত্যায় আরও ৮ জন গ্রেপ্তার
  • সীমান্ত দিয়ে আরও ৯৪ জনকে বাংলাদেশে পুশইন বিএসএফের 
  • কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • রাজবাড়ীতে হাটের আধিপত্য নিয়ে হামলা, তিনজনকে কুপিয়ে জখম