গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, তাঁরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনের স্পষ্ট পথনকশা চেয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন রাশেদ খান। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ (বিপিআরসি)।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, যারা সন্ত্রাসীদের জামিন করিয়েছে, লুটপাট করেছে, তাদের নিয়ে এখন কথা বলা যায় না। যেসব ‘মাস্টারমাইন্ড’ অনৈক্য ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না। এপিএস দুর্নীতি করেছেন, তাঁর বিরুদ্ধে কথা বলা যায় না।

রাশেদ খান আরও বলেন, অনেকগুলো দল দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। সে চাপ থেকে বাঁচতেই প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপিআরসির সভাপতি জাফর মাহমুদ। সঞ্চালনা করেন বিপিআরসির সাধারণ সম্পাদক মো.

খালিদ হোসেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ