আসন্ন ঈদুল আজহা‌কে সাম‌নে রে‌খে টি‌কেট কা‌লোবাজা‌রিসহ নানা হয়রা‌নি প্রতিরোধে কমলাপুরসহ দে‌শের ৯ রেল স্টেশ‌নে অভিযান চালাচ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বুধবার (২৮ মে) বেলা ১১টা থে‌কে দুদ‌কের প্রধান কার্যালয়, ঢাকা এনফোর্সমেন্ট ইউনিটসহ বি‌ভিন্ন জেলা ইউনিট দে‌শের এসব স্টেশ‌নে এক‌যো‌গে অভিযান প‌রিচালনা কর‌ছে।

বুধবার ক‌মিশ‌নের ডেপু‌টি ডিরেক্টর আকতারুল ইসলাম এ তথ‌্য জানান।

দুদক জানায়, ঢাকা কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ র‌য়ে‌ছে। অভি‌যোগ আম‌লে নি‌য়ে দুদ‌কের ঢাকা এনফোর্সমেন্ট ইউনিট বুধবার বেলা ১১টা থে‌কে অভিযান শুরু ক‌রে।

একইভা‌বে দে‌শের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন, রংপুর রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক‌যো‌গে অভিযান চালা‌চ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের এন‌ফোর্স‌মেন্ট ইউ‌নিট।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র র লওয়

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ