আসন্ন ঈদুল আজহা‌কে সাম‌নে রে‌খে টি‌কেট কা‌লোবাজা‌রিসহ নানা হয়রা‌নি প্রতিরোধে কমলাপুরসহ দে‌শের ৯ রেল স্টেশ‌নে অভিযান চালাচ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বুধবার (২৮ মে) বেলা ১১টা থে‌কে দুদ‌কের প্রধান কার্যালয়, ঢাকা এনফোর্সমেন্ট ইউনিটসহ বি‌ভিন্ন জেলা ইউনিট দে‌শের এসব স্টেশ‌নে এক‌যো‌গে অভিযান প‌রিচালনা কর‌ছে।

বুধবার ক‌মিশ‌নের ডেপু‌টি ডিরেক্টর আকতারুল ইসলাম এ তথ‌্য জানান।

দুদক জানায়, ঢাকা কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ র‌য়ে‌ছে। অভি‌যোগ আম‌লে নি‌য়ে দুদ‌কের ঢাকা এনফোর্সমেন্ট ইউনিট বুধবার বেলা ১১টা থে‌কে অভিযান শুরু ক‌রে।

একইভা‌বে দে‌শের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন, রংপুর রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক‌যো‌গে অভিযান চালা‌চ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের এন‌ফোর্স‌মেন্ট ইউ‌নিট।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র র লওয়

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)

ওভালে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ–নির্ধারণী পঞ্চম টেস্ট। জিম্বাবুয়েতে আজ যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-২য় দিন

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

লিজেন্ডস ক্রিকেট: সেমিফাইনাল

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২

১ম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ