পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানি উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিধান থাকলেও তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। ফলে কোম্পানিগুলো ২০১৯ সালের ২১ মে তারিখে বিএসইসির জারি করা নোফিকেশনের বিধান পরিপালন করছে না।

এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

সিসিএ’র সুদের ২৫ শতাংশ পাবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড

আরো পড়ুন: ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিতে বসবে স্বতন্ত্র পরিচালক

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। ফলে ২০১৯ সালের ২১ মে তারিখে বিএসইসির জারি করা নোফিকেশনের বিধান পরিপালন করা হচ্ছে না। এ বিষয়ে বিএসইসি ৪৪টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে। এ ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার (২৭ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে, সেসব কোম্পানিতে ‘কর্পোরেট গভার্নেন্স কোড ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা/এনটি/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসইস র ব যবস থ

এছাড়াও পড়ুন:

সিসিএ’র সুদের ২৫ শতাংশ পাবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড

সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারে বিনিয়োগকারী স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসি’র ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

ফু-ওয়াং ফুডসের আর্থিক হিসাবে অসঙ্গতি খতিয়ে দেখবে বিএসইসি

সহায়তা তহবিলের আকার বাড়ানোসহ বিএমবিএর ৯ দাবি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমা দিবে। আর বাকি ৭৫ শতাংশ অর্থ ব্রোকাররা ব্যবহার করতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ সিদ্ধোন্তের ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারী স্বার্থ সুরক্ষায় এবং বাজারে আস্থা বাড়াতে এই ফান্ড বড় অবদান রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারীদের অর্থ সমন্বিত গ্রাহক হিসাবে রেখে পরিচালনা করে। এই হিসাবে থাকা অব্যবহৃত বা বিনিয়োগ না হওয়া টাকার উপর ব্যাংক সুদ দিয়ে থাকে। এতদিন পর্যন্ত এই সুদ আয় পুরোপুরি ব্রোকাররা নিয়ে নিত। এখন সেই সুদ থেকে অর্জিত আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে জমা দিতে হবে। বাকি ৭৫ শতাংশ ব্রোকারদের কাছে থাকবে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সুগন্ধি চাল রপ্তানির অনুমতি পেল আরও ৫২ প্রতিষ্ঠান
  • বার্জার পেইন্টসের রাইট আবেদন শুরু ১৫ জুলাই
  • বিএসইসির সিদ্ধান্তে পুঁজিবাজারে অনুকূল সাড়া পড়বে: ডিএসই চেয়ারম্যান
  • লভ্যাংশ বিতরণে ব্যর্থ ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা
  • সিপিডির দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অপ্রত্যাশিত: পুঁজিবাজার টাস্কফোর্স
  • মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক ইস্যু সুপারিশের আইনি প্রক্রিয়া শুরু
  • এ দেশে নতুন করে আরও ৫ শতাংশ শেয়ার ছাড়ছে বার্জার পেইন্টস
  • সিসিএ’র সুদের ২৫ শতাংশ পাবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড
  • চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নামল