সম্মাননা দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়
Published: 10th, July 2025 GMT
লেখকের সবচেয়ে বড় সম্মাননা পাঠকের কাছ থেকে পাওয়া, যখন তাদের কেউ তার বই পড়ে। পাঠকের প্রতিটি পাঠই এই সম্মাননা এনে দেয়, যার জন্য লেখক লিখতে উৎসাহ পায়। এই পাঠকপ্রিয়তা ছাড়া কোনো লেখক কেবল নিজের মনের আনন্দে লিখে যেতে পারে না।
পাঠকপ্রিয়তার পরে আসে প্রাতিষ্ঠানিক সম্মাননা। লেখকের জন্য এটাও গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠান যখন সম্মাননা দেয় তার পেছনে থাকে লেখকের পাঠকপ্রিয়তা এবং তার কাজের সার্বিক মূল্যায়ন। পাঠকপ্রিয়তা ব্যক্তি-পাঠক থেকে একটা গোষ্ঠী হয়ে সমগ্র পাঠকশ্রেণির হতে পারে। প্রাতিষ্ঠানিক সম্মাননা নৈর্ব্যক্তিক, যদিও এর পেছনে বিশেষজ্ঞদের বিচার-বিশ্লেষণ কাজ করে।
আমি কয়েকটি সরকারি প্রাতিষ্ঠানিক পুরস্কার পেয়েছি (সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলা একাডেমি, একুশে পদক)। বেসরকারি প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছি ট্রাস্ট ব্যাংক-অন্যদিন-এর যৌথ উদ্যোগে ২০২০ সালে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য। ২০২৫ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারের অংশ হিসেবে যে আজীবন সম্মাননা পেলাম তার আনন্দ অভূতপূর্ব। এই প্রথম এখন পর্যন্ত সাহিত্যের বিভিন্ন শাখায় আমার অবদানের মূল্যায়ন করে স্বীকৃতি দেওয়া হলো। এই স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব আমার একার না, অনেকের। তাদের মধ্যে নিকটজন, শুভার্থী, প্রকাশক যেমন আছেন, গুরুত্বপূর্ণভাবে আছেন আমার পাঠক।
পঞ্চাশের দশকে আমার লেখালেখির যখন শুরু, এর পেছনে শখই ছিল প্রধান। তারপর একসময় দায়বদ্ধতার জন্য লেখা শুরু হলো। ভেতর থেকে কেউ বলল : মানুষের জন্য লেখো, সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লেখো, শান্তি ও প্রগতির জন্য লেখো, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লেখো। সেই থেকে শখ নয়, দায়বদ্ধতার জন্য লিখছি। স্মরণ করছি কবির উক্তি: ‘অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আছে এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর।’ আমি সেই বিপন্ন বিস্ময় নিয়ে লিখছি।
লেখা শুরু করার এই এত বছর পরও মনে হয় এখনও সব বলা হলো না। সেরা লেখাটা সামনে থেকে হাতছানি দিচ্ছে। এখনও কত বিষয়ের নিগূঢ় রহস্য জানা বাকি, কত বর্ণনাশৈলী নাগালের বাইরে রয়ে গিয়েছে। জানি সে সবের প্রাপ্তিতে যবনিকাপাত ঘটবে না লেখালেখির ওপর। লেখক হিসেবে আমার যাত্রা নিরন্তর, আমৃত্যু-আজীবন। কানের কাছে শুনি দূরদেশের কবি বলছেন: I have promises to keep/ I have miles to go before I sleep.
দীর্ঘ যাত্রার পথিক আমি মাঝে মাঝে ক্লান্তি বোধ করি। তখন দায়বদ্ধতার কথা মনে পড়ে, যে বিষয়গুলো আমার লেখার অপেক্ষায় আছে তাদের হাতছানি দেখতে পাই। বিরতি না দিয়ে আমি লিখতে থাকি। লিখে যাব যতদিন হাতে কলম তুলে নিতে পারি। আমাকে উৎসাহ দেবে আমার অচেনা অদৃশ্য পাঠক। আমাকে উজ্জীবিত করবে সম্প্রতি পাওয়া ব্র্যাক ব্যাংক-সমকাল আজীবন সম্মাননা।
আজীবন সম্মাননা বলছে আমাকে আমৃত্যু লিখে যেতে হবে। নতুন কিছু দিতে হবে, আরও ভালো করে লিখতে হবে। পাঠকপ্রিয়তার মতো, সম্মাননাও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। আমি সম্মানিত বোধ করছি। সেই সঙ্গে উপলব্ধি করছি আমার দায়বদ্ধতার কথা।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র র জন য ল খ
এছাড়াও পড়ুন:
এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন।
পরীক্ষার্থীরা তিনভাবে এইচএসসির ফলাফল জানতে পারছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯টি নিয়ম১৪ অক্টোবর ২০২৫শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে
১.
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
২.
পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
৩.
নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।
আরও পড়ুনএসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে১০ জুলাই ২০২৫