ইয়ামালের দর হাঁকাল বার্সা, তরুণ প্রতিভার মূল্য কত?
Published: 28th, May 2025 GMT
মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। এমন প্রতিভাবান ফুটবলারকে হারানোর ঝুঁকি নিতে চায়নি কাতালান ক্লাবটি। তাই আগেভাগেই ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর দেকোর উপস্থিতিতে সম্পন্ন হওয়া এ চুক্তির রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৮৫১ কোটি টাকা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, নতুন চুক্তিতে ইয়ামালের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ছে। সঙ্গে থাকছে পারফরম্যান্স বোনাসও।
মাত্র ৭ বছর বয়সে বার্সা একাডেমিতে যোগ দিয়েছিলেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সেই মূল দলে অভিষেক ঘটে তার। আর ২০২৪-২৫ মৌসুমে রাফিনিয়া ও লেভান্ডোভস্কিকে নিয়ে গড়ে তোলেন বিধ্বংসী আক্রমণত্রয়ী। এ মৌসুমে বার্সাকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে রেখেছেন বড় অবদান। ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও করিয়েছেন ২৫টি।
ফুটবল মাঠে সবকিছুতেই নজর কেড়েছেন ইয়ামাল। লা লিগায় সবচেয়ে বেশি ১৬১টি সফল ড্রিবল ও ৫৬টি বড় সুযোগ তৈরি করেছেন এই তরুণ। অনেকেই তাকে আসন্ন ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হিসেবেও ভাবছেন।
বর্তমানে ১৭ বছর বয়স হলেও আগামী ১৩ জুলাই প্রাপ্তবয়স্ক হবেন ইয়ামাল। সে কারণেই ২০২৩ সালে বার্সা তার সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করেছিল। এবার বয়স ১৮ হতে না হতেই আরও দীর্ঘ মেয়াদি চুক্তি করে নিলো কাতালানরা।
শোনা যাচ্ছে, পরবর্তী মৌসুমে বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও উঠতে পারে ইয়ামালের গায়ে। এখন শুধু সময়ের অপেক্ষা—এই বিস্ময়বালক কতটা উঁচুতে পৌঁছান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শারজাহ ভুলে লাহোরে আশা
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে যে কয়টি দেশ পাকিস্তানে বেশি খেলতে গেছে, বাংলাদেশ তার অন্যতম। ২০২০ সালে দ্বিপক্ষীয় সিরিজ, ২০২৩ সালের এশিয়া কাপ আর গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছে তারা। রাওয়ালপিন্ডি ও লাহোরে খেলা হয়েছে বেশি। লিটন কুমার দাসরা গাদ্দাফি স্টেডিয়ামে টি২০, ওয়ানডে দুই সংস্করণই খেলেছেন। হার-জিত উভয় স্বাদ নেওয়া হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ জিততে পারলেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অভিজ্ঞতা সুখকর নয়। সাদা বলের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি লিটনরা। এবার গেরো খোলার পালা। কারণ পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে না পারলে সমর্থকরা নেতিবাচক ধারণার ভেতরে থাকবেন। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারের ক্ষতকে খুঁচিয়ে রক্তাক্ত করবেন সমালোচকরা। তাই আমিরাতের কাছে সিরিজ হারে হৃত আত্মবিশ্বাস ফেরাতে জয়ের বিকল্প নেই। কোচ ফিল সিমন্সের প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতবেন। অধিনায়ক লিটন কুমার দাসও গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম তারা।
বাংলাদেশ টি২০ ক্রিকেটে অত ভালো খেলে না। পছন্দের ওয়ানডে সংস্করণেও খারাপ সময় পার করছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে।
লাহোরের সংবাদ সম্মেলনে তা মেনে নিয়ে লিটন বলেন, ‘আমরা ধারাবাহিক দল হলে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কোথাও না কোথাও খুঁত আছে। সে খুঁত সারানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি, সামনে ভালো কিছু হবে।’
ভারতের সঙ্গে সামরিক লড়াইয়ের পর কিছু সীমাবদ্ধতা মেনে নিয়ে সিরিজ আয়োজন করে পিসিবি। পাঁচ ম্যাচের সিরিজ কমে হয়েছে তিন ম্যাচ, ডিআরএস ছাড়াই খেলতে হচ্ছে। এর পরও বাংলাদেশ সিরিজ খেলায় কৃতজ্ঞ দেশটি। তবে দেশটির সাংবাদিকরা ঠিকই লিটনকে দলের নেতিবাচক দিকগুলো মনে করিয়ে দেন।
ইউএইর কাছে হারের পর দলকে উজ্জীবিত করার চ্যালেঞ্জ কতটা জানতে চাইলে লিটন বলেন, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে এটি একটি নতুন সিরিজ। দক্ষতা কাজে লাগানোর চেষ্টা থাকবে। এটা ভিন্ন বলের গেম। আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি। অতীতে কী হয়েছে, সেগুলো নিয়ে ভাবছি না। আমরা আগামীর কথা ভাবছি।’
বাংলাদেশের মতো পাকিস্তান দলটিও ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ মাথায় রেখে গড়া। যে কারণে শাহিন আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমান প্রজন্ম আবার টি২০ পারদর্শী। চার-ছক্কা হাঁকাতে পারে। এই ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ দিতেই গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট করা হয়েছে ব্যাটিংবান্ধব। পিএসএলের মতো আজকের ম্যাচেও বড় স্কোর হবে বলে মনে করেন টাইগার দলপতি। সমস্যা হচ্ছে লাহোরে পাকিস্তানের বিপক্ষে বড় ইনিংস খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। ২০২০ সালে খেলা দুই ম্যাচ টি২০ সিরিজে দলীয় সংগ্রহ ছিল ১৪১ ও ১৩৪ রানের। এশিয়া কাপের ওয়ানডে ম্যাচেও লড়াই জমাতে পারেনি।
তবে এবার ভালো খেলতে প্রেরণা তাড়া দিচ্ছে ইউএইর কাছে হারের ক্ষত আর লাহোরে আগে খেলার অভিজ্ঞতা। এ ভেন্যুতে বর্তমান দলের ৯ জন ম্যাচ খেলেছে। এ কারণে সিরিজে দল হিসেবে জ্বলে ওঠার সম্ভাবনা দেখেন লিটন। তাঁর মতে, ‘আমার ব্যাটিং রোল গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে। তবে আমাদের দলের অনেক ব্যাটার ভালো ছন্দে আছে। দল হিসেবে ছন্দ দেখাতে পারলে ভালো কিছু হবে।’ এই ভালো শুরুতেই হোক।