নরসিংদী রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস নামের আরও ৩টি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করবে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় এসব ট্রেনের যাত্রাবিরতির অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেওয়া মহানগর প্রভাতী ট্রেনটির পরিচালক ও লোকমাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় ট্রেনের যাত্রীদেরও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।

অনুষ্ঠানে রেলস্টেশনটির মাস্টার মোহাম্মদ আবদুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা ৩টি ট্রেনসহ নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি করা আন্তনগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৮।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল বলেন, ‘রেল মন্ত্রণালয় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে হাজারো যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেওয়ায় জেলাবাসী উপকৃত হবেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ