নিরবের সঙ্গে জুটি বাঁধলেন ওপারের ইধিকা
Published: 1st, June 2025 GMT
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাঁধলেন ইধিকা। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। আফগানিস্তানের কোমল পানীয়র বিজ্ঞাপনটি প্রচারে আসার পর নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।
বিজ্ঞাপনের গল্পে রয়েছে রোমান্সের ছোঁয়া। এতে দেখা যায়—দুবাইয়ের রোদজ্বলা মরুভূমিতে ইধিকার গাড়ি নষ্ট হয়েছে। দাঁড়িয়ে থাকা ইধিকা ক্লান্ত ও বিরক্ত। এমন সময় পাশ দিয়ে জেমসবন্ড স্টাইলে হেঁটে যান নিরব। তার দৃষ্টিগোচর হয় ইধিকা। দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন তার দিকে। পানীয় পান করতেই তপ্ত মরুভূমিতে বইতে শুরু করে প্রশান্তির বাতাস—দুজনের মাঝে তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক নিরব বলেন, “এটি আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন। যদিও এটি বিজ্ঞাপন, তবু পুরোপুরি সিনেমাটিক আবহে নির্মাণ করা হয়েছে। মরুভূমিতে ইধিকার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ উপভোগ্য।”
আরো পড়ুন:
অপুকে ধর্ম নিয়ে মিথ্যা না বলার আহ্বান জয়ের
বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পোস্ট মর্টেম করছেন নেটিজেনরা
বিজ্ঞাপনটির সুর ও সংগীতায়োজন করেছেন আলভী। গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই, সাথে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি।
এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় দেখা গেল নিরব ও ইধিকাকে, যা ভবিষ্যতে বড় পর্দায় কাজের ইঙ্গিত হতে পারে বলেই মনে করছেন অনেকে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।