ফরিদপুরের সালথায় একটি জিকা গাছে ঝুলন্ত অবস্থায় আকাশ মোল্লা (২০) নামে এক তরুণের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

আকাশ মোল্লার বাড়ি সালথার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তার বাবা হারুন মোল্লা মারা গেছেন। দীর্ঘদিন ধরে আকাশের মা মাজেদা বেগম ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলায় ভাড়া বাসায় থাকেন। তার আরও তিন মেয়ে আছে। মাজেদা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে আকাশ ফরিদপুর শহরের ভাড়া বাসা থেকে বের হন। রাতে আর ফেরেননি। শনিবার ঈদুল আজহার সকালে সালথার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার সড়কের পশ্চিম পাশে একটি জিকা গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 

মাজেদা বেগমের ভাষ্য, তার ছেলে আকাশ মাদকাসক্ত ছিলেন। তাকে ফরিদপুরের একটি রিহ্যাব সেন্টারে রেখে চিকিৎসাও করিয়েছেন। এ ঘটনায় তিনি সালথা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ