সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত এক ড্রোন রেস প্রতিযোগিতায় প্রথমবারের মতো পেশাদার ড্রোনচালককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডসের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিইউ ডেলফটের তৈরি একটি এআই–চালিত ড্রোন। গত সপ্তাহে আবুধাবির এডনেক মেরিনা হলে অনুষ্ঠিত ‘এ২আরএল এক্স ডিসিএল অটোনোমাস ড্রোন চ্যাম্পিয়নশিপ’–এ নজিরবিহীন এ ঘটনা ঘটেছে।

প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মানুষের সঙ্গে সরাসরি এআই–চালিত ড্রোনের একক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মাত্র ১৭ সেকেন্ডে ১৭০ মিটার দীর্ঘ একটি জটিল ট্র্যাকের দুটি ল্যাপ সম্পন্ন করে চমক দেখায় এআই ড্রোনটি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৪টি দলের প্রতিটি ড্রোন ছিল পুরোপুরি স্বয়ংক্রিয়। কোনো রিমোট কন্ট্রোল, জয়স্টিক বা বাইরের নির্দেশনা ছিল না। প্রতিটি ড্রোনে ছিল একটি সামনের দিকের ক্যামেরা, গতি নিয়ন্ত্রক ও এনভিডিয়ার তৈরি ‘জেটসন ওরিন এনএক্স’ কম্পিউটিং ইউনিট। এই হার্ডওয়্যার ব্যবহার করেই এআই ড্রোনগুলোকে সিদ্ধান্ত নিতে হয়েছে রেস চলাকালীন কোথায় বাঁক নিতে হবে, কতটা গতি বাড়াতে হবে, কখন কমাতে হবে। সবই করতে হয়েছে বাস্তব সময়ে, নিজস্ব বিশ্লেষণ ও কৌশলের ভিত্তিতে।

আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতার ট্র্যাকটিতে ছিল নানা চ্যালেঞ্জ। অসম আলোকবিন্যাস, খুব কম দৃষ্টিগ্রাহ্য চিহ্ন ও রোলিং শাটার ক্যামেরা ব্যবহারের কারণে এআই ড্রোনের জন্য পরিবেশটি ছিল কঠিন। এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে কঠিন হেড-টু-হেড ড্রোন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশ নেয় দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কানাডা, তুরস্ক, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৪টি দেশের গবেষণা ও প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিযোগিতার মূল পর্ব ছাড়াও প্রতিটি রেসেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোনগুলোর প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আশরাফুলের সেঞ্চুরি, রিটায়ার্ড আউট—এসএসসিতে যত ইতিহাস

১৭ বছর পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। দুটিতেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে, অন্যটিতে ২৮৮ রানে। একতরফা লড়াই হলেও এই তিন ম্যাচ অনেক দিন মনে রাখার মতো বেশ কিছু ব্যক্তিগত পারফরম্যান্স উপহার দিয়েছে। টেস্ট ক্রিকেট প্রথম ও শেষবারের মতো অবিশ্বাস্য এক কাণ্ডও দেখেছে এই মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টে।রিটায়ার্ড আউট, সে আবার কী২০০১ সালে কলম্বো টেস্টে মারভান আতাপাত্তুর ডাবল সেঞ্চুরির পর মাহেলা জয়াবর্ধনের (বাঁয়ে) অভিনন্দন

সম্পর্কিত নিবন্ধ