ড্রোন রেসে মানুষের চেয়ে এগিয়ে গেল এআই
Published: 10th, June 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত এক ড্রোন রেস প্রতিযোগিতায় প্রথমবারের মতো পেশাদার ড্রোনচালককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডসের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিইউ ডেলফটের তৈরি একটি এআই–চালিত ড্রোন। গত সপ্তাহে আবুধাবির এডনেক মেরিনা হলে অনুষ্ঠিত ‘এ২আরএল এক্স ডিসিএল অটোনোমাস ড্রোন চ্যাম্পিয়নশিপ’–এ নজিরবিহীন এ ঘটনা ঘটেছে।
প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মানুষের সঙ্গে সরাসরি এআই–চালিত ড্রোনের একক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মাত্র ১৭ সেকেন্ডে ১৭০ মিটার দীর্ঘ একটি জটিল ট্র্যাকের দুটি ল্যাপ সম্পন্ন করে চমক দেখায় এআই ড্রোনটি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৪টি দলের প্রতিটি ড্রোন ছিল পুরোপুরি স্বয়ংক্রিয়। কোনো রিমোট কন্ট্রোল, জয়স্টিক বা বাইরের নির্দেশনা ছিল না। প্রতিটি ড্রোনে ছিল একটি সামনের দিকের ক্যামেরা, গতি নিয়ন্ত্রক ও এনভিডিয়ার তৈরি ‘জেটসন ওরিন এনএক্স’ কম্পিউটিং ইউনিট। এই হার্ডওয়্যার ব্যবহার করেই এআই ড্রোনগুলোকে সিদ্ধান্ত নিতে হয়েছে রেস চলাকালীন কোথায় বাঁক নিতে হবে, কতটা গতি বাড়াতে হবে, কখন কমাতে হবে। সবই করতে হয়েছে বাস্তব সময়ে, নিজস্ব বিশ্লেষণ ও কৌশলের ভিত্তিতে।
আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতার ট্র্যাকটিতে ছিল নানা চ্যালেঞ্জ। অসম আলোকবিন্যাস, খুব কম দৃষ্টিগ্রাহ্য চিহ্ন ও রোলিং শাটার ক্যামেরা ব্যবহারের কারণে এআই ড্রোনের জন্য পরিবেশটি ছিল কঠিন। এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে কঠিন হেড-টু-হেড ড্রোন প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নেয় দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কানাডা, তুরস্ক, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৪টি দেশের গবেষণা ও প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিযোগিতার মূল পর্ব ছাড়াও প্রতিটি রেসেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোনগুলোর প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫