মেহেরপুরে বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটের নামে চলছে লটারি, বন্ধের দাবি বাসিন্দাদের
Published: 10th, June 2025 GMT
লটারিতে একটি মোটরসাইকেল জেতার আশায় ৮০ টাকায় চারটি টিকিট কিনেছিলেন ভ্যানচালক সজীব মিয়া। এতে তাঁর ভাগ্য না ফিরলেও দমে যাননি। গতকাল সোমবার দুপুরে আরও চারটি টিকিট কেনেন তিনি। মেহেরপুর সদরে র্যাফল ড্রর নামে মোটরসাইকেল বা অন্য উপহার জিততে এভাবে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় স্বপ্নচূড়া সংগঠনের উদ্যোগে ৫ জুন থেকে চলছে মাসব্যাপী ‘দেশীয় শিল্প বাণিজ্য মেলা’। মেলায় প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্রর নামে চলছে অবৈধ জুয়ার উৎসব। জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন ও জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ইমতিয়াজ আহমেদসহ কয়েকজনের প্রত্যক্ষ মদদে এই লটারি চলছে। তবে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
সজীব মিয়া জানান, লটারিতে প্রতিদিন একটি করে নতুন মোটরসাইকেল উপহার হিসেবে দেওয়া হচ্ছে। মোটরসাইকেল পাওয়ার আশায় দৈনিক ৮০ টাকা দিয়ে চারটি করে টিকিট কিনেছেন। এর আগেও পাঁচ হাজার টাকার টিকিট কিনেছিলেন। তবে কিছুই পাননি। এবার আশা করছেন, হয়তো কিছু পাবেন।
গতকাল সোমবার দেখা গেছে, পৌর বাস টার্মিনাল এলাকায় শিল্প ও পণ্য বাণিজ্য মেলায় নানা পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। মেলার প্রবেশদ্বারে দাঁড়িয়ে প্রবেশ টিকিট বিক্রি করছেন দুই ব্যক্তি। দর্শনার্থীদের বেশি ভিড় সেখানেই। সন্ধ্যা সাতটা থেকে সারা রাত চলে এই উন্মাদনা। প্যান্ডেলের সামনে লাকি কুপনের মঞ্চ। রাত ১১টায় শুরু হয় কুপনের ড্র। কাঙ্ক্ষিত পরিমাণ টিকিট বিক্রি না হলে আরও দেরিতে শুরু হয় এই লটারি।
এলাকাবাসীর অভিযোগ, র্যাফল ড্রর নামে একেবারে উন্মুক্তভাবে জুয়া চলছে মেহেরপুরে। জেলা প্রশাসন ও পুলিশ এসব অবৈধ জুয়া বন্ধ করতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ১০২টি ইজিবাইকে মাইক লাগিয়ে জেলার অধিকাংশ এলাকায় দিনরাত চলেছে এসব টিকিট বিক্রি। মাত্র ২০ টাকা খরচ হবে ভেবে দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই ভাগ্য পরীক্ষায় শামিল হচ্ছেন। প্রতিটি ইজিবাইকে এক হাজার করে লটারির টিকিট বিক্রির টার্গেট দেওয়া হয়। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা তুলে নিচ্ছে চক্রটি। অথচ পুরস্কার পাচ্ছেন হাতে গোনা কয়েকজন। এসব পুরস্কারের মূল্য টিকিট বিক্রির করে অর্জিত অর্থের তুলনায় অনেক কম।
সমাজকর্মী রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা মিলে মেহেরপুরে জুয়ার আয়োজন করেছে। জনগণের টাকা লুটে নেওয়ার জন্য আয়োজন করা হয়েছে এই লটারি।
মেলায় প্রবেশের টিকিটের নামে বিক্রি হচ্ছে লটারির কুপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রব শ
এছাড়াও পড়ুন:
বিশ্ব ইজতেমা মার্চে
প্রতিবছর জানুয়ারিতে বিশ্ব ইজতেমার আয়োজন করা হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে মার্চ মাসে করা হবে।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ এ তথ্য জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ বা শুরায়ী নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।
আরো পড়ুন:
শেষ হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা
দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত বছরগুলোতে দুই পর্বে বিশ্ব ইজতেমা হলেও আগামী বছর এক পর্বে হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বা সাদপন্থিদের ইজতেমা আয়োজনের সুযোগ থাকবে না।
মুফতি কেফায়েতুল্লাহ বলেছেন, “তাবলিগ জামাত বাংলাদেশ তাবলিগি এ মেহনতকে দ্বীনি মেহনত হিসেবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসেবে বর্তমান সরকারের অনুরোধ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আমরা আগামী বিশ্ব ইজতেমা মার্চে আয়োজনের বিষয়ে একমত হয়েছি। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্ত রাষ্ট্রীয় কার্যক্রমে সরকারের প্রতি সহযোগিতার শামিল।”
বিশ্ব ইজতেমা সাদপন্থিরা আয়োজন করতে পারবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “সরকারের কাছে তারা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই।”
বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি অনুরোধ তুলে ধরা হয়।
১. আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগেই ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অবহিত করা।
২. ইজতেমা যথাযথভাবে সম্পন্ন করতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) ঘোষণা।
৩. ইজতেমায় আসা বিদেশি অতিথিদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ-সংক্রান্ত পরিপত্র জারি করা।
ঢাকা/রায়হান/রফিক