সোনারগাঁয়ে চালককে আহত করে ১ লাখ ৩৫ হাজার টাকাসহ একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঋষিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী অটোচালক রেজাউল রহমান সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানাগেছে, ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের ইমান আলীর ছেলে রেজাউল একই গ্রামের শামীম নামে এক সুতা ব্যবসায়ীর ব্যবসার টাকা বিভিন্ন সময় নানা স্থান থেকে বহন করে আনা-নেয়ার কাজ করতেন। 

এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী শামীম সোমবার সকাল আটটার দিকে তাকে ফোন করে রেজাউলকে বন্দর থানার লক্ষণখোলা এলাকা থেকে অপর ব্যবসায়ী রুহুল আমিনের কাছ থেকে আনতে বলেন।

রেজাউল রুহুলন আমিনের কাছ থেকে শামীমকে দেওয়া ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় সোনারগাঁও থানার ঋষিপাড়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে তবলপাড়া এলাকার হোসেনের ছেলে রাজিব (৪০), আনিছ (৩৮) এবং নজরুল, একই এলাকার জাকির (৪২) এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনসহ ১০/১১ জনের একটি দল ধাঁরালো রামদা, চাপাতি, চাকু, ছুরিসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার অটোগাড়ির গতিরোধ করে তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে এলোপাথাড়ীভাবে হামলা করে।

এ সময় তার সাথে থাকা নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে রেজাউল বাঁধা দিলে ছিনতাইকারীরা চাকু দিয়ে তার মুখে আঘাত করে রক্তাক্ত আহত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকাসহ অটোরিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান কর্মকর্তা বলেন, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ নত ই স ন রগ র জ উল ব যবস

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ