‘ভূত শাশুড়ি’ থেকে ‘চাপাবাজ ফ্যামিলি’, ঈদের পঞ্চম দিনে টিভিতে কী থাকছে
Published: 11th, June 2025 GMT
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘আনন্দের ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘মেয়েটি নক্ষত্র ভালোবাসত’। অভিনয়ে ফারিন খান, মীর রাব্বি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রেমী’। অভিনয়ে মুশফিক ফারহান, ফারিন খান। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘হারিয়ে খুঁজি’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। রাত ১০টা ৩০ মিনিটে সংগতানুষ্ঠান ‘সুফিয়ানা ফোক স্টুডিও। অংশগ্রহণে লুইপা, শামীম, পারভেজ খান। রাত ১১টায় টেলিফিল্ম ‘আমরা সুখী’। অভিনয়ে নিলয়, হিমি।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্লিজ গো’। অভিনয়ে তৌসিফ, সাদিয়া আয়মান। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম কেন এই সঙ্গতা। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘মায়াবতী’। অভিনয়ে জোভান, নাজনীন নীহা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মায়াডোর’। অভিনয়ে তানজিন তিশা, শ্যামল মাওলা, আইশা খান।
এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্রতারক’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, পার্থ শেখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘বকুল ফুল’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক রক্তজবা। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘চিলেকোঠার সংসার’। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
ইন্দোনেশিয়ায় সাবেক স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে স্বৈরশাসক হিসেবে তার পূর্ব পরিচিতি কারণে এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরে বলা হয়েছে, ১৯৬০ থেকে ১৯৯০ এর দশকে সুহার্তোর নিউ অর্ডার শাসনামলে, ইন্দোনেশিয়া দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগ দেখেছিল কিন্তু সহিংস রাজনৈতিক দমন-পীড়নেরও একটি যুগ দেখেছিল। সেই সময় কয়েক লাখ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়।
সোমবার (১০ নভেম্বর) জাকার্তার প্রেসিডেন্ট ভবনে জাতীয় বীর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
সুহার্তোর সাবেক জামাতা ও ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সভাপতিত্বে অনুষ্ঠানে ঘোষিত ‘জাতীয় বীর’ তালিকায় নতুন যুক্ত হওয়া ১০ জনের মধ্যে প্রয়াত সুহার্তোও রয়েছেন।
তিন দশকেরও বেশি সময় ধরে ইন্দোনেশিয়া শাসন করা সুহার্তো ১৯৯৮ সালে অর্থনৈতিক সংকটের সময় গণবিক্ষোভ এবং মারাত্মক দাঙ্গার মুখে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। ২০০৬ সালে ৮৬ বছর বয়সে তিনি মারা যান।
অনুষ্ঠানে সুহার্তোকে স্মরণ করে বলা হয়, “সেন্ট্রাল জাভা প্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি, স্বাধীনতাসংগ্রামের নায়ক, জেনারেল সুহার্তো স্বাধীনতার যুগ থেকে খ্যাতি অর্জন করেছিলেন।”
তবে মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তারা সরকারের বিরুদ্ধে সোহার্তোর স্বৈরাচারী শাসনকালকে বৈধ প্রতিষ্ঠা করার অভিযোগ তুলেছে। অন্যদিকে প্রাবোও সরকারের মন্ত্রীরা এই পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, সোহার্তোর অর্থনৈতিক অবদানই ছিল দেশের উন্নয়নের ভিত্তি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো অমূলক।
ঢাকা/ফিরোজ