দেশে করোনার সংক্রমণ উদ্বেগের পর্যায়ে নয়। প্রতিবেশী তিনটি দেশে সংক্রমণ কিছুটা বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থান নিয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এতে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা; হাসপাতাল শাখা; রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫৮ জন। আর জুন মাসের প্রথম ১০ দিনে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এর অর্থ, সংক্রমণে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। তবে প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন বলেন, থাইল্যান্ডে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ভারত ও মালয়েশিয়াতেও সংক্রমণ বাড়ছে।

আইইডিসিআরের প্রতিনিধি জানান, দেশে এখন করোনার যে ধরন দেখা যাচ্ছে, তা অমিক্রন বা অমিক্রনের উপধরন। এর উপসর্গ তীব্র হতে দেখা যায়নি। তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই।

আরও পড়ুনকরোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা১ ঘণ্টা আগে

স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি

অধ্যাপক আবু জাফর জানান, তাঁরা ইতিমধ্যে ২৮ হাজার দ্রুত করোনা শনাক্তকরণ কিট পেয়েছেন। আজ বুধবার ১০ হাজার আরটি–পিসিআর কিট পাচ্ছেন। এসব কিট কাল-পরশুর মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে পৌঁছানো হবে।

হাসপাতাল শাখার পরিচালক মাঈনুল হোসেন বলেন, দেশের সব হাসপাতালকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর মহাখালীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে সাধারণ ৫০ শয্যা ও আইসিইউর ১৫ শয্যা শুধু করোনা রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর মুগদা ও কুর্মিটোলা হাসপাতালে পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি করোনা রোগীর জন্য খুলনা, ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রস্তুতি আরও জোরদার করা হবে।

টিকার ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ১৭ লাখ টিকা বিভিন্ন টিকাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে আগেই। টিকা আগের নিয়মেই দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সী মানুষ, দীর্ঘস্থায়ী রোগে ভোগা মানুষ, রোগ প্রতিরোধক্ষমতা কম, এমন মানুষ টিকা পাবেন।

আরও পড়ুনহাসপাতালগুলোয় করোনা পরীক্ষা শুরু হচ্ছে আবার৪ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা ও রাজনৈতিক কর্মসূচি

চলতি মাসের ২৬ তারিখ এইচএসসি পরীক্ষা শুরু হবে। পাশাপাশি রাজনৈতিক সভা-সমাবেশ ও কর্মসূচি বাড়বে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, এই দুটি বিষয়ে চিন্তাভাবনা কী?

জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ। তাঁদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে। অন্যদিকে ভিড়ভাট্টা বা জনসমাগম এড়িয়ে চলার যে বার্তা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, সেই একই বার্তা রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য।

সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক আবু জাফর করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের করণীয় বিষয়ে পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাস্ক পরতে হবে। হাঁচির ক্ষেত্রে শিষ্টাচার মানতে হবে। ঘন ঘন সাবানপানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।

আরও পড়ুনকিটের অভাব, ঢাকার বাইরে করোনা পরীক্ষা হচ্ছে না৬ ঘণ্টা আগেআরও পড়ুননতুন ধরনের করোনা ‘এক্সএফজি’ শনাক্ত, ভারত ভ্রমণে সতর্কবার্তা১০ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ত ত স ক রমণ কর ন র পর ক ষ

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধীন ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১১তম ব্যাচে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

দুটি ইংরেজি প্রোগ্রাম —

১. এক বছর মেয়াদি এমএ ইংলিশ (২ সেমিস্টার),

২. এক বছর মেয়াদি এমএ ইএলটি (২ সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা—

সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সব ক্ষেত্রে ন্যূনতম নিচের পয়েন্ট থাকতে হবে।

১. এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

২. এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

৩. বিগ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/তৃতীয় শ্রেণি

৪. যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই (শুধুমাত্র রেজাল্টের ক্ষেত্রে) তবে তাদের নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।

৫. ইংরেজিতে অনার্স বাধ্যতামূলক।

আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৫ ঘণ্টা আগেআবেদন ফি—

ইংরেজি বিভাগ থেকে সরাসরি সংগ্রহ করলে ৫০০ টাকা এবং অনলাইনে সংগ্রহ করলে ৫১০ টাকা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সব কাগজ জমা দিতে হবে—

১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান) বা পাস কোর্স পাসের নম্বরপত্র, সনদপত্র এবং নিবন্ধনপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধনের কপি,

৩. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র,

৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি (দুই কপি ছবি আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে এবং একটি সফট কপি ছবি ভর্তির সময় দিতে হবে),

৫. জেনে রাখুন: ভর্তির সময় যাচাই করার জন্য অবশ্যই সব মূল কাগজ সঙ্গে আনতে হবে।

আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা৮ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার মান বণ্টন—

ভর্তি পরীক্ষায় কম্পোজিশনে ২৫ এবং কম্প্রিহেনশনে ২৫ নম্বরসহ মোট ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস নম্বর ২০।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—

১. আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২৫,

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫,

৩. ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা,

৪. ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১১ আগস্ট ২০২৫,

৫. ভর্তির তারিখ: ১৩ থেকে ২৬ আগস্ট ২০২৫;

৬. ক্লাস শুরুর তারিখ: ২৯ আগস্ট ২০২৫।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: http://www.ru.ac.bd/notices বা www.ru.ac.bd/english

আরও পড়ুননটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ০৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মশা নিধনে জোরালো পদক্ষেপ নিতে হবে
  • বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ: বরগুনায় তিন মাস ধরে সংক্রমণ নিয়ন্ত্রণহীন
  • এইচএসসি পরীক্ষা: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রে ভালো করতে হলে
  • এইচএসসি পরীক্ষা: জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাবে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
  • সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, পরে হাসপাতালের পথে মৃত্যু