অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬ উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ নতুন সংস্করণটি প্রকাশ করা হয়। তবে এ সফটওয়্যার সব আইফোনে পাওয়া যাবে না। অ্যাপলের ঘোষণা অনুযায়ী, আইফোন ১১ কিংবা তার পরের মডেলগুলোতেই শুধু আইওএস ২৬ ইনস্টল করা যাবে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইওএস ২৬ বিনা মূল্যে আপডেট আকারে উন্মুক্ত হবে। আপডেটটি পাওয়া যাবে আইফোন ১১, আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪, আইফোন ১৫ ও আইফোন ১৬ (সব সংস্করণ)–এ। এ ছাড়া বাজেট সিরিজের আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় প্রজন্ম) এবং এ বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসা আইফোন ১৬ই মডেলটিও আপডেটের আওতায় থাকছে। আগামী সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৭ সিরিজে আইওএস ২৬ প্রি–ইনস্টল অবস্থায় থাকবে।

আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর—২০১৮ সালে বাজারে আসা এই তিন মডেলের সফটওয়্যার সমর্থন এ বছরই শেষ হচ্ছে। আগেই ‘ভিনটেজ’ ও ‘অবসোলিট’ তালিকায় যুক্ত আইফোন ৮, আইফোন ৭ ও আরও পুরোনো মডেলগুলোও স্বাভাবিকভাবেই নতুন আপডেটের বাইরে থাকবে।

অ্যাপলের আইওএস ২৬-এ যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুবিধা ও নকশাগত পরিবর্তন। এর মধ্যে অন্যতম আকর্ষণ হলো ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যা অ্যাপ আইকন, হোম স্ক্রিন ও লক স্ক্রিনে কাচের মতো স্বচ্ছ ইফেক্ট থাকবে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ‘লাইভ ট্রান্সলেশন’ নামের একটি ফিচার, যার মাধ্যমে ফোনকল চলাকালীন রিয়েল-টাইম অনুবাদ পাওয়া যাবে। এতে ভাষাগত প্রতিবন্ধকতা অনেকটাই দূর হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মেসেজ অ্যাপে এসেছে কাস্টম ব্যাকগ্রাউন্ডের সুবিধা, যেখানে ব্যবহারকারী নিজের পছন্দমতো চ্যাটের পটভূমি বদলাতে পারবেন।

আইওএস ২৬-এ আরও যোগ হয়েছে নতুন একটি ‘গেমস অ্যাপ’, যা এক জায়গায় ব্যবহারকারীদের সব গেম একসঙ্গে খুঁজে পাওয়ার সুবিধা দেবে।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইফ ন আপড ট

এছাড়াও পড়ুন:

উইন্ডোজ ১১ আপডেট করতে না পারার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মাইক্রোসফট

মাইক্রোসফটের নিষেধাজ্ঞার কারণে এত দিন চাইলেও ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ১১-এর ২০২৪ সংস্করণ (২৪এইচ২) ইনস্টল করতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে উইন্ডোজের ব্লু স্ক্রিন অব ডেথ (বিএসওডি) ত্রুটির সমাধান করে উইন্ডোজ ১১-এর ইমার্জেন্সি আপডেট উন্মুক্ত করার পাশাপাশি ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মাইক্রোসফট। ফলে এখন থেকে ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারী সহজেই কম্পিউটারে উইন্ডোজের ১১-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ইনস্টল থাকা অবস্থায় উইন্ডোজ ২৪এইচ২ আপডেট করতে গেলে কিছু কম্পিউটারে হঠাৎ রিস্টার্ট এবং বিএসওডি সমস্যা হতো। এই ত্রুটি দূর করে নতুন হালনাগাদ উন্মুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইজি অ্যান্টি-চিট একটি বহুল ব্যবহৃত গেম সুরক্ষা সফটওয়্যার, যা অ্যাপেক্স লেজেন্ডস, ওয়ার থান্ডার, ডেড বাই ডেলাইট, এলডেন রিং, রাস্ট, স্কোয়াড ও এনবিএ টু কে ২৫সহ অসংখ্য অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে ব্যবহার করা হয়।

মাইক্রোসফট জানিয়েছে, যেসব কম্পিউটারে অন্য কোনো আপডেটসংক্রান্ত নিষেধাজ্ঞা নেই, সেগুলো এখন উইন্ডোজ আপডেটের মাধ্যমে ২৪এইচ২ সংস্করণ ইনস্টল করতে পারবে। তবে কিছু ব্যবহারকারীর কম্পিউটারে একটি সতর্কবার্তা দেখা যেতে পারে। যেখানে জানানো হবে সিস্টেমে ইজি অ্যান্টি-চিটের এমন একটি সংস্করণ ইনস্টল আছে, যা নতুন উইন্ডোজ সংস্করণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ অবস্থায় নিয়মিত খেলা গেম চালুর মাধ্যমে ইজি অ্যান্টি-চিট সফটওয়্যারটি হালনাগাদ করে নেওয়া যেতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কম্পিউটারে ইজি অ্যান্টি-চিটের পুরোনো সংস্করণ ইনস্টল থাকলেও গেম চালিয়ে সেটি সক্রিয় করা হলে বিএসওডি সমস্যা দেখা দেবে না।

২০২৪ সালের অক্টোবরে মাইক্রোসফট ইন্টেলের অ্যাল্ডার লেক ও ভি-প্রো প্ল্যাটফর্মচালিত যন্ত্রেও একই ধরনের সমস্যার কারণে ২৪এইচ২ আপডেট স্থগিত করেছিল। ওই সময় ‘অ্যাসফল্ট ৮’ গেম ক্র্যাশ হওয়া এবং ইজি অ্যান্টি-চিট সক্রিয় থাকলে ব্লু স্ক্রিন দেখা দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে সমস্যা সমাধান করে চলতি বছরের মার্চে সেই আপডেট নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

সম্পর্কিত নিবন্ধ

  • উইন্ডোজ ১১ আপডেট করতে না পারার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মাইক্রোসফট
  • আইফোনে নতুন যেসব সুবিধা ব্যবহার করা যাবে