অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬ উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ নতুন সংস্করণটি প্রকাশ করা হয়। তবে এ সফটওয়্যার সব আইফোনে পাওয়া যাবে না। অ্যাপলের ঘোষণা অনুযায়ী, আইফোন ১১ কিংবা তার পরের মডেলগুলোতেই শুধু আইওএস ২৬ ইনস্টল করা যাবে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইওএস ২৬ বিনা মূল্যে আপডেট আকারে উন্মুক্ত হবে। আপডেটটি পাওয়া যাবে আইফোন ১১, আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪, আইফোন ১৫ ও আইফোন ১৬ (সব সংস্করণ)–এ। এ ছাড়া বাজেট সিরিজের আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় প্রজন্ম) এবং এ বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসা আইফোন ১৬ই মডেলটিও আপডেটের আওতায় থাকছে। আগামী সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৭ সিরিজে আইওএস ২৬ প্রি–ইনস্টল অবস্থায় থাকবে।

আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর—২০১৮ সালে বাজারে আসা এই তিন মডেলের সফটওয়্যার সমর্থন এ বছরই শেষ হচ্ছে। আগেই ‘ভিনটেজ’ ও ‘অবসোলিট’ তালিকায় যুক্ত আইফোন ৮, আইফোন ৭ ও আরও পুরোনো মডেলগুলোও স্বাভাবিকভাবেই নতুন আপডেটের বাইরে থাকবে।

অ্যাপলের আইওএস ২৬-এ যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুবিধা ও নকশাগত পরিবর্তন। এর মধ্যে অন্যতম আকর্ষণ হলো ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যা অ্যাপ আইকন, হোম স্ক্রিন ও লক স্ক্রিনে কাচের মতো স্বচ্ছ ইফেক্ট থাকবে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ‘লাইভ ট্রান্সলেশন’ নামের একটি ফিচার, যার মাধ্যমে ফোনকল চলাকালীন রিয়েল-টাইম অনুবাদ পাওয়া যাবে। এতে ভাষাগত প্রতিবন্ধকতা অনেকটাই দূর হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মেসেজ অ্যাপে এসেছে কাস্টম ব্যাকগ্রাউন্ডের সুবিধা, যেখানে ব্যবহারকারী নিজের পছন্দমতো চ্যাটের পটভূমি বদলাতে পারবেন।

আইওএস ২৬-এ আরও যোগ হয়েছে নতুন একটি ‘গেমস অ্যাপ’, যা এক জায়গায় ব্যবহারকারীদের সব গেম একসঙ্গে খুঁজে পাওয়ার সুবিধা দেবে।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইফ ন আপড ট

এছাড়াও পড়ুন:

লাইটবার খুলে পড়ার আশঙ্কায় টেসলার সাইবারট্রাকের ১০ শতাংশ গাড়ি প্রত্যাহার

আবারও বাজার থেকে সাইবারট্রাক ফিরিয়ে নিচ্ছে টেসলা। এবার এর কারণ সফটওয়্যার নয়, সরাসরি যান্ত্রিক ত্রুটি। যুক্তরাষ্ট্রে ৬ হাজার ১৯৭টি সাইবারট্রাক প্রত্যাহারের বা রিকলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) তথ্য অনুযায়ী, এসব গাড়ির সামনের লাইটবার খুলে পড়ে সড়কে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ মডেলের কিছু সাইবারট্রাকে লাইটবার বসানোর সময় ভুল ধরনের ‘সারফেস প্রাইমার’ ব্যবহার করা হয়েছিল। ফলে আঠালো সংযোগ দুর্বল হয়ে পড়েছে। সহজভাবে বললে, টেসলা কিছু গাড়িতে লাইটবার লাগাতে ভুল আঠা ব্যবহার করেছিল। যেসব গাড়িতে এই ত্রুটি রয়েছে, সেগুলোর লাইটবার পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে নতুনভাবে লাইটবার বসানো হবে। সবই গ্রাহকদের জন্য বিনা খরচে। প্রায় ৬ হাজার ২০০টি সাইবারট্রাক প্রত্যাহার মানে টেসলার বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় ১০ শতাংশই সমস্যাগ্রস্ত।

এর এক সপ্তাহ আগেই আরও একটি বড় ত্রুটির কারণে ৬৩ হাজার ৬১৯টি সাইবারট্রাক প্রত্যাহার করা হয়েছিল। তখন দেখা যায়, গাড়ির সামনের পার্কিং লাইট অতিরিক্ত উজ্জ্বল হয়ে ওঠায় তা সামনের দিক থেকে আসা গাড়ির চালকদের দৃষ্টিকে ব্যাহত করতে পারে। তবে সেই সমস্যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছিল। টেসলার সাইবারট্রাক নিয়ে একের পর এক প্রত্যাহার এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর অনেক সমস্যাই হার্ডওয়্যার–সংক্রান্ত, যেগুলো দূর থেকে সফটওয়্যার আপডেট দিয়ে সমাধান করা সম্ভব নয়।

সূত্র: ম্যাশেবল

সম্পর্কিত নিবন্ধ

  • সিটা প্রকল্প যথাযথ পরিমার্জনের আহ্বান
  • লাইটবার খুলে পড়ার আশঙ্কায় টেসলার সাইবারট্রাকের ১০ শতাংশ গাড়ি প্রত্যাহার