নাজমুলের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না, মনে করেন মিরাজ
Published: 13th, June 2025 GMT
কাল দুপুরে শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নাজমুল হোসেন এসেছিলেন টেস্ট অধিনায়ক হিসেবে। তখনো তিনি জানতেন না ওয়ানডে অধিনায়ক হিসেবে আর থাকছেন না। আজ একই মঞ্চে মেহেদী হাসান মিরাজ এলেন ওয়ানডে অধিনায়ক হয়ে, মিরাজও নাকি কালই জেনেছেন নতুন দায়িত্ব পাওয়ার খবর।
জুমে বৈঠক করে ওয়ানডেতে তাঁকে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মিরাজ এই সিদ্ধান্ত জানলেন কখন? এই অলরাউন্ডার আজ শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন, ‘আমাকে গতকালকে ফাহিম স্যার (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন) ডেকে নিয়ে বলেছেন, তোমাকে আমরা এ রকম দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করছি। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সামনে খেলা আছে, ওয়ানডে দলটা ঠিক করতে হবে। আমরা সেভাবে পরিকল্পনা করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন।’
কাল দুপুরে এই সিদ্ধান্ত জানানো হয় নাজমুলকেও। এ নিয়ে তাঁর মধ্যে একটা অসন্তোষের কথাও এখন প্রকাশ্যে। এমনকি টেস্ট নেতৃত্বও তখনই ছেড়ে দিতে চেয়েছিলেন। মিরাজ অবশ্য বলছেন, তাঁকে ওয়ানডে অধিনায়ক করা নিয়ে নাজমুলের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া কিংবা ড্রেসিংরুমে এর প্রভাব পড়বে বলে তাঁর মনে হয় না।
আরও পড়ুন‘ভাইদের কাছে অনেক কিছু শেখা’ মিরাজ অধিনায়কত্বে শক্ত হতে চান২ ঘণ্টা আগেমিরাজ এ নিয়ে বলেছেন, ‘ড্রেসিংরুমে এ রকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। (নাজমুল) শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না। ও যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে।’
ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর কালই নাজমুলের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মিরাজ আরও বলেছেন, ‘ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও (নাজমুল) আমাকে একটা কথাই বলেছে, অধিনায়কত্বে আমি কখনো আলাদা কিছু অনুভব করিনি। আশা করি, আমার (মিরাজ) ভেতরেও এই জিনিসটা আসবে না। আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই।’
নাজমুল (বাঁয়ে) ও মিরাজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন