রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর দুটি পাঙাশ মাছ প্রায় ৫৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। এগুলোর একটির ওজন প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ওজন ছিল প্রায় ১২ কেজি ৬০০ গ্রাম। আজ শুক্রবার দুপুরে এসব মাছ নিলামে কিনে অন্যত্র বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, আজ দুপুরে উপজেলার কুশাহাটা এলাকার পদ্মা নদীতে ২১ কেজির বেশি ওজনের পাঙাশটি পান এক জেলে। পরে এটিকে বিক্রির জন্য বেলা দেড়টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে নেওয়া হয়। এ সময় মাছ ব্যবসায়ী রেজাউল মণ্ডলের আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়।

মাছটির ক্রেতা চান্দু মোল্লা বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে প্রতি কেজি ৫০ টাকা করে লাভে ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ৩৫ হাজার ৪৭৫ টাকায় রাজধানীর এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেওয়া হয়।

চান্দু আরও বলেন, এর আগে আজ বেলা ১১টার দিকে পদ্মা নদীর প্রায় ১২ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি পাঙাশ মাছ কেনেন তিনি। এটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৬০০ টাকায় কেনেন। পরে দুপুরে ওই পাঙাশ কেজি প্রতি ৫০ টাকা করে লাভে মোট ১৮ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। এই মাছও স্থানীয় এক জেলের জালে পদ্মা নদীতে ধরা পড়ে।

জেলেরা জানান, বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাঝেমধ্যে বড় বা মাঝারি আকারের মাছ ধরা পড়ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ

১০ইয়ুর্গেন ক্লপইয়ুর্গেন ক্লপ

সম্পর্কিত নিবন্ধ