ফেসবুকে ‘মৃত্যু’ নিয়ে ভিডিও পোস্টের দেড় ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Published: 20th, June 2025 GMT
মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টের দেড় ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক যুবক। আজ শুক্রবার বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শহীদুল ইসলাম (২৫)। তিনি ইয়াজ মল্লার বাড়ির বাসিন্দা আহমদ ছফার ছেলে। পেশায় দিনমজুর হলেও ঘটনার সময় তিনি ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। পরিবারের চার বোন ও এক ভাইয়ের মধ্যে শহীদুল ছিলেন একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে শহীদুল নিজ ঘরে বিদ্যুতের হোল্ডার লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যেরা তাঁকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে জুমার নামাজের পর বেলা দুইটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শহীদুল একটি ২৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে লেখা ছিল, ‘মানুষ কতই–না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কি না! শুধু চিন্তা করে কাকে কীভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষরূপী বাস্তবজীবনের কথা।’
শহীদুলের বন্ধু, স্থানীয় সাংবাদিক শেখ আবদুল্লাহ বলেন, ‘জুমার নামাজ শেষে বেলা দুইটার দিকে শহীদুল ভিডিওটি পোস্ট করে। মাত্র দেড় ঘণ্টা পর তাঁর মৃত্যুর খবর আসে। আমরা কেউই মেনে নিতে পারছি না।’
নিহতের বাবা আহমদ ছফা বলেন, ‘আমার একমাত্র উপার্জনক্ষম ছেলেটি চলে গেল। জানি না, এখন পরিবার নিয়ে কীভাবে চলব।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিপন দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবুলের উঠান বৈঠক
সোমবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহিদনগর বায়তুল জান্নাত জামেমসজিদ (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল এর পক্ষে শহিদনগর এলাকাবাসী এক উঠান বৈঠকের আয়োজন করে।
গোগনগর সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদুল ইসলাম'র সঞ্চালনায় ও শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদের সহ- সভাপতি সুলতান আহমদ'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ–৫ থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যদি বিএনপির ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে শুধু শহীদনগর নয় পুরো নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে যাবে, পরিবর্তন হবে নারায়ণগঞ্জে। আমাদের যে প্রত্যাশা, যে চাহিদা তা ছিনিয়ে নিয়ে আসবো।
দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমি কাজ করবো। মিলেমিশে কাজ করার চেষ্টা করবো। আপনারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন।
তার সাথে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ হল জিয়া ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট কে এম মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, মো. কবির হোসেন, মো. হৃদয়, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, সুলতান আহমদ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শহীদ নগর এলাকা সব সময়ই বিএনপির ঘাঁটি। এখানে সব সময়ই ধানের শীষ প্রতীক জয়লাভ করে থাকে। আমরা বাবুল ভাইয়ের পক্ষে থেকে সবসময় ধানের শীষের পক্ষে কাজ করে যাব।