মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টের দেড় ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক যুবক। আজ শুক্রবার বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শহীদুল ইসলাম (২৫)। তিনি ইয়াজ মল্লার বাড়ির বাসিন্দা আহমদ ছফার ছেলে। পেশায় দিনমজুর হলেও ঘটনার সময় তিনি ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। পরিবারের চার বোন ও এক ভাইয়ের মধ্যে শহীদুল ছিলেন একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে শহীদুল নিজ ঘরে বিদ্যুতের হোল্ডার লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যেরা তাঁকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে জুমার নামাজের পর বেলা দুইটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শহীদুল একটি ২৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে লেখা ছিল, ‘মানুষ কতই–না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কি না! শুধু চিন্তা করে কাকে কীভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষরূপী বাস্তবজীবনের কথা।’

শহীদুলের বন্ধু, স্থানীয় সাংবাদিক শেখ আবদুল্লাহ বলেন, ‘জুমার নামাজ শেষে বেলা দুইটার দিকে শহীদুল ভিডিওটি পোস্ট করে। মাত্র দেড় ঘণ্টা পর তাঁর মৃত্যুর খবর আসে। আমরা কেউই মেনে নিতে পারছি না।’

নিহতের বাবা আহমদ ছফা বলেন, ‘আমার একমাত্র উপার্জনক্ষম ছেলেটি চলে গেল। জানি না, এখন পরিবার নিয়ে কীভাবে চলব।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিপন দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র উপজ ল

এছাড়াও পড়ুন:

বাবা-মেয়ের কাছ থেকে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখায় বাবা ও মেয়ের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল  ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (১ আগস্ট) রাতে সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক (৩৭) ও সিলেটের শাহপরাণ এলাকার সাকিব আহমদ (২৫)।

আরো পড়ুন:

জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল

হত্যাচেষ্টা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

পুলিশ জানায়, বড়লেখার শিমুলিয়া এলাকার আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংকের বড়লেখা শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। তার মেয়ে সুহাদা আক্তারের ব্যাগে নগদ ১৬ হাজার টাকা ছিল। টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় চারজন সন্ত্রাসী দুইটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। 

তারা ধারালো অস্ত্র দেখিয়ে আব্দুল আহাদের মেয়ের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্র ছিল। এ ঘটনায় বড়লেখা থানায় বাদী আব্দুল আহাদ অভিযোগ দেন। এরপর মামলা রুজু হয় (মামলা নম্বর-১৭, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি)। 

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। ১ আগস্ট রাতে সিলেট শহরের শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা, ভিকটিমের মোবাইল, ধারালো একটি দা, একটি মোটরসাইকেল ও কালো হেলমেট, টি-শার্ট ও গেঞ্জি জব্দ করা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, “গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে  জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার বাদীও তাদের শনাক্ত করেছেন। তারা জবানবন্দিতে পলাতক আরো কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে। তাদের ধরতে অভিযান চলছে।”

ঢাকা/আজিজ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • চকরিয়ায় জামায়াতের গণমিছিল, বিএনপির ঘাঁটিতে ‘শক্তি প্রদর্শন’
  • ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী: ঢাবি উপাচার্য
  • জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান
  • যুগান্তকারী নেতৃত্বের প্রস্তুতিপর্বের খতিয়ান
  • উড়োজাহাজে থাপ্পড়ের শিকার যাত্রীর খোঁজ মিলেছে, ঘটনার সময় ভয়ে কাঁপছিলেন তিনি
  •  সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা
  • বাবা-মেয়ের কাছ থেকে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২