চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭। 

বুধবার (২৫ জুন) দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল একজন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল হাফিজুর রহমান অভিযানের বিষয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এমন পরিস্থিতিতে আগে থেকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বুধবার দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্তত ২১ জন দালালকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিট্রেট। 

র‌্যাব অধিনায়ক জানান, দালালদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাসযাত্রীদের টানাহেঁচড়া

২ / ৯হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন বাসে

সম্পর্কিত নিবন্ধ