চট্টগ্রাম মেডিকেলে র্যাবের অভিযান, ২১ দালাল আটক
Published: 25th, June 2025 GMT
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে র্যাব-৭।
বুধবার (২৫ জুন) দুপুরে র্যাবের একটি আভিযানিক দল একজন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল হাফিজুর রহমান অভিযানের বিষয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এমন পরিস্থিতিতে আগে থেকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বুধবার দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্তত ২১ জন দালালকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিট্রেট।
র্যাব অধিনায়ক জানান, দালালদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় আটক করা হয় দুইজনকে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার
টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
আরো পড়ুন: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।
আরো পড়ুন: টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ