টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন গল টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত ২১ ধাপ এগিয়েছেন। গলে প্রথম ইনিংসে সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেললেও তিন ধাপ পিছিয়েছেন লিটন দাস।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। তিনি ১১ ধাপ এগিয়ে ২৮তম অবস্থানে উঠে এসেছেন। মুশফিক গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন। তার আগের ১৩ ইনিংসে ফিফটিও ছিল না তার। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেছিলেন তিনি।

নাজমুল শান্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিকের ঠিক পরেই আছেন। তার বর্তমান অবস্থান ২৯। গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার জোড়া সেঞ্চুরির পুরস্কার হিসেবে ২১ ধাপ এগিয়েছেন তিনি।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে এরপর আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিনি তিন ধাপ পিছিয়ে ৪০তম অবস্থানে নেমে গেছেন। মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১তে। গল টেস্টে ৮৭ রানের ইনিংস খেললেও লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস দুই ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১৮৭ রান করে শান্তর মতো ২১ ধাপ এগিয়েছেন পাথুম নিশাঙ্কা।

হেডিংলি টেস্টে ভারতের রেকর্ড রান তাড়া করে জয় পাওয়া ইংলিশ ব্যাটাররা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে আটে উঠেছেন। ওলি পোপ তিন ধাপ উন্নতি করে ১৯ নম্বরে আছেন। জেমি স্মিথ এগিয়েছেন আট ধাপ। তিনি আছেন ২৭ এ।

দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া ঋষভ পান্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে আছে। শুভমান গিল পাঁচ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ২০তম অবস্থানে। হেডিংলিতে সেঞ্চুরি করা কেএল রাহুল ১০ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে এসেছেন।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে আছেন ওয়ানডে নেতৃত্বভার পাওয়া তরুণ ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। চারে ভারতের জশস্বী জয়সোয়াল ও পাঁচে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স প রথম ইন অবস থ ন

এছাড়াও পড়ুন:

পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। 

আরো পড়ুন:

চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন

১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা

পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।  

বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ