র্যাঙ্কিংয়ে মুশফিকের ১১ ও শান্তর ২১ লাফ
Published: 25th, June 2025 GMT
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন গল টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত ২১ ধাপ এগিয়েছেন। গলে প্রথম ইনিংসে সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেললেও তিন ধাপ পিছিয়েছেন লিটন দাস।
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। তিনি ১১ ধাপ এগিয়ে ২৮তম অবস্থানে উঠে এসেছেন। মুশফিক গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন। তার আগের ১৩ ইনিংসে ফিফটিও ছিল না তার। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেছিলেন তিনি।
নাজমুল শান্ত টেস্ট র্যাঙ্কিংয়ে মুশফিকের ঠিক পরেই আছেন। তার বর্তমান অবস্থান ২৯। গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার জোড়া সেঞ্চুরির পুরস্কার হিসেবে ২১ ধাপ এগিয়েছেন তিনি।
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে এরপর আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিনি তিন ধাপ পিছিয়ে ৪০তম অবস্থানে নেমে গেছেন। মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১তে। গল টেস্টে ৮৭ রানের ইনিংস খেললেও লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস দুই ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১৮৭ রান করে শান্তর মতো ২১ ধাপ এগিয়েছেন পাথুম নিশাঙ্কা।
হেডিংলি টেস্টে ভারতের রেকর্ড রান তাড়া করে জয় পাওয়া ইংলিশ ব্যাটাররা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে আটে উঠেছেন। ওলি পোপ তিন ধাপ উন্নতি করে ১৯ নম্বরে আছেন। জেমি স্মিথ এগিয়েছেন আট ধাপ। তিনি আছেন ২৭ এ।
দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া ঋষভ পান্ত টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে আছে। শুভমান গিল পাঁচ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ২০তম অবস্থানে। হেডিংলিতে সেঞ্চুরি করা কেএল রাহুল ১০ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে এসেছেন।
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে আছেন ওয়ানডে নেতৃত্বভার পাওয়া তরুণ ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। চারে ভারতের জশস্বী জয়সোয়াল ও পাঁচে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স প রথম ইন অবস থ ন
এছাড়াও পড়ুন:
ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেদি ও নবান্ন উৎসবের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় তারা এ আয়োজন করে।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে চলছে রাস উৎসব ও মেলা
পুণ্যস্নান মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো রাস উৎসব, মেলা চলবে ৫ দিন
সরেজমিনে দেখা যায়, মেহেদি ও নবান্ন উৎসব ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। রঙিন কাগজের সাজে পুরো স্থানজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। পরিবেশবান্ধব বার্তা বহনকারী ঝুলন্ত ডেকোরেশন, প্রাকৃতিক মেহেদি দেওয়ার স্টল এবং সাহিত্য–সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনা দর্শনার্থীদের আকর্ষণ করে।
শিক্ষার্থীরা জানান, অভয়ারণ্য সবসময়ই ব্যতিক্রমী উদ্যোগ নেয়। প্রাকৃতিক মেহেদি দেওয়ার হার কমে গেলেও এ আয়োজন সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে।
ফাতিমা খাতুন নামে ইবির এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে অভয়ারণ্য সবসময়ই ব্যতিক্রম। আজ মেহেদি উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে। আজকাল প্রাকৃতিক মেহেদি দেওয়ার সংস্কৃতি অনেকটাই কমে গেছে। তারা সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাছাড়া নবান্ন উৎসব যেখানে একদম বিলীনপ্রায়, সেখানে তারা এটারও আয়োজন করেছে। আশা করছি, এ রকম সুন্দর আয়োজন চলমান থাকবে।”
সংগঠনটির সভাপতি নাইমুল ফারাবী বলেন, “আমরা এবার দ্বিতীয়বারের মতো মেহেদি উৎসবের আয়োজন করছি। একসময় মেয়েদের হাত সর্বদা মেহেদীর রঙে রাঙা থাকত। কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে এ চর্চা এখন কমে গেছে। এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন।”
তিনি বলেন, “আজ যে মেহেদি দেওয়া হচ্ছে, সেটা আমাদের সংগঠনের রোপণ করা গাছের পাতা থেকে তৈরি। এর মাধ্যমে আমরা শুদ্ধতা ছাড়িয়ে দিতে চাই।”
তিনি আরো বলেন, “মেহেদি উৎসবের পাশাপাশি আমরা এবার প্রথমবারের মতো নবান্ন উৎসব আয়োজন করেছি। এর মাধ্যমে আমার বাংলার সংস্কৃতিকে পূনর্জ্জীবিত করতে চাচ্ছি। বাংলার বহুল প্রচলিত সংস্কৃতিকে যাতে করে শিক্ষার্থীরা পুনরায় ধারণ করতে পারে, সেজন্য আমাদের এই আয়োজন।”
ঢাকা/তানিম/মেহেদী