জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে জানিয়েছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। তবে বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আসেননি।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীরা না আসলেও দায়িত্বশীল সিনিয়র অফিসার, কমিশনারদের সঙ্গে আলোচনা হয়েছে। আন্দোলনকারীরাও তাদের সঙ্গেই কাজ করেন। খোলামেলা আলোচনা হয়েছে, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ এ সার্ভিসে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আগামী সপ্তাহে আরও একটি সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনকারী আগামী শনিবারে একটি কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এ কর্মসূচি প্রত্যাহারে তাদের অনুরোধ করা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান এক অনুষ্ঠানে বলেছেন, রাতেই এর সমাধান হয়ে যাবে– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাতে আন্দোলনকারীরা কিংবা এনবিআর চেয়ারম্যান এটি জানিয়েছে দেবেন। অর্থ উপদেষ্টা আশা করেন আন্দোলনকারীরা তার আহ্বানে সাড়া দেবেন। এটা আমাদের কারো কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, দেশের স্বার্থ। এ বিষয়ে ব্যবসায়ীদেরও অনুরোধ করেন অর্থ উপদেষ্টা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আড়াই ঘণ্টার বেশি সময় ধরে রাজস্ব প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা। ১৭ জন এনবিআরের সদস্যের মধ্যে ১৬ জনই এ বৈঠকে উপস্থিত ছিলেন, একজন অফিসিয়াল কাজে বাইরে থাকার কারণে আসতে পারেননি। বৈঠকের মূল ফোকাস ছিল আমদানি–রপ্তানি, ব্যবসা–বাণিজ্যের সঙ্গে জড়িত এনবিআরে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠা। আমরা আশাবাদী এ সমস্যার একটা সুন্দর সমাধান হবে।

তিনি আরও বলেন, সমাধানের লক্ষ্য আলোচনা চলছে, আরও আলোচনা হবে। আমরা যাচ্ছি না, তবে আন্দোলনকারী কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। তারা সিদ্ধান্ত দিলে আশাকরি আজকের মধ্যেই একটা ভালো সমাধান পাওয়া যাবে। ভার্চুয়ালি ও মোবাইল ফোনে আলোচনা চলছে। আমরা অত্যন্ত আশাবাদী, আন্দোলন করলে তারা রাজস্ব আদায়ের কাজটাও ভালোমতো করছেন। ব্যাপারটা এমন না যে সব কাজ বন্ধ হয়েছে। তাদের উদ্বেগগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তা সমাধান হবে। আন্দোলনকারীরা আপনার অপসারণ দাবি করছেন এমন প্রশ্নে কোনো কথা বলতে চাননি এনবিআর চেয়ারম্যান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড স ল হউদ দ ন আহম দ

এছাড়াও পড়ুন:

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু আগামীকাল

আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা।

প্রার্থীরা সশরীর বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীর সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচ এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুনডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর২৯ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ