ইসরায়েলের সাথে সংঘাতের পর ইরানে গণগ্রেপ্তার শুরু হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত সন্দেহে ব্যক্তিদের গ্রেপ্তার করছে ইরান। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
ইরানি কর্মকর্তারা মনে করছেন তাদের নিরাপত্তা বাহিনীগুলোতে ইসরায়েলি চরদের নজিরবিহীন অনুপ্রবেশ ঘটেছে।
কর্তৃপক্ষের সন্দেহ, ইসরায়েলকে এসব চরদের দেওয়া তথ্য সাম্প্রতিক সংঘাতের সময় একাধিক উচ্চপদস্থ ব্যক্তির হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল। ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ইসলামিক রেভিউল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির সিনিয়র কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরা রয়েছেন। এ ঘটনার জন্য ইরান দেশের অভ্যন্তরে কর্মরত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মীদের দায়ী করছে। এই হত্যাকাণ্ডের মাত্রা এবং নির্ভুলতা দেখে হতবাক হয়েছে ইরানের কর্তৃপক্ষ। তাই এখন মোসাদের সাথে কাজ করছে এমন সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে।
তবে অনেকের আশঙ্কা, এটি ভিন্নমত দমন এবং নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ জোরদারে ব্যবহার করা হতে পারে।
১২ দিনের সংঘাতের সময় ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বুধবার যুদ্ধবিরতির ঠিক একদিন পরে একই অভিযোগে আরো তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
কর্মকর্তারা গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশজুড়ে শত শত সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন বেশ কয়েকজন আটক ব্যক্তির স্বীকারোক্তি সম্প্রচার করেছে। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতার কথা স্বীকার করেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ