রাজধানীর তিন এলাকায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের ই-রিকশা
Published: 28th, June 2025 GMT
রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি ব্যাটারিচালিত অটোরিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্টসংখ্যক রিকশা থাকবে। চালকরা যাতে চাঁদাবাজি বা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে, যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।
হাইড্রোলিক ব্রেক, যাত্রীদের নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ী একটি নতুন মডেলের ই-রিকশা তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি দল। নকশাকারী দল জানায়, বর্তমানে যেসব রিকশা বাজারে বিক্রি হচ্ছে সেটির মতোই দাম হবে নতুন এই রিকশার। তবে বাজারের রিকশার তুলনায় অনেক বেশি নিরাপদ ও আধুনিক ফিচার থাকবে এটিতে।
২০২১ সাল থেকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে বুয়েটের দলটি নতুন ডিজাইনের ই-রিকশা তৈরির ব্যাপারে কাজ করে আসছে। আগের সরকার সেটির ব্যাপারে গুরুত্ব না দিলেও অন্তর্বর্তীকালীন সরকার এটি বাজারে নিয়ে আসার ব্যাপারে কাজ করছে বলে জানান গবেষক দলের প্রধান ও বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা আটক আন্তর্জাতিক ‘জলদস্যুতা’, বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: দেখুন ছবিতে
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে সব কটি নৌযান আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তোলেন।
ফ্লোটিলা আটকানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি এক আইনজীবী।
ইসরায়েলের পদক্ষেপের প্রতিবাদে কলম্বিয়ার রাজধানী বোগোতায় বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের সামনে বাদ্যযন্ত্র বাজান। ২ অক্টোবর