আনিসা পরীক্ষায় বসছেন আজ, দিতে না পারা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে
Published: 29th, June 2025 GMT
মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় বাংলা প্রথম পত্রে অংশ নিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। তবে তাঁর মা সুস্থ হওয়ায় তিনি আজ রোববার থেকে পরীক্ষায় বসতে পারবেন। বৃহস্পতিবার শুরুর দিন আনিসা পরীক্ষায় বসতে পারেননি। সেদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। ওই পরীক্ষাটির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শনিবার সমকালকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
আনিসা এইচএসসির বাকি পরীক্ষাগুলোয় অংশ নেবেন বলে গতকাল বিকেলে জানান তাঁর কলেজের অধ্যক্ষ মো.
আনিসার মা কী রোগে ভুগছিলেন, কোথায় চিকিৎসা নিয়েছেন– এসব প্রশ্নের জবাবে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী জানিয়েছে, তার মা স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। তবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ আমাদের হাতে নেই।’ দুপুরে আনিসার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে সমকাল। তিনি সুস্থ বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু হয়। মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার কেন্দ্র। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছালে তাঁকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর পর কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা।
আজ যেসব পরীক্ষা হবে
রোববার সাধারণ ৯টি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পর্যায়ের আরবি সাহিত্য ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং কারিগরি বোর্ডের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এইচএসস পর ক ষ র পর ক ষ পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।