পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের এক মাসের কারাদণ্ড দেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে জেলা প্রশাসন ও এনএসআই-এর সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম হোসেন (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে হালিম শেখ (৪০), আব্দুল লতিফ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের শফিকুল শেখ (৫৫), শহিদ আলীর ছেলে ছাবিত আলী (১৯), মুনজির হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৩১), বুদেরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

আরো পড়ুন:

শেরপুরের হাসপাতাল থেকে নবজাতক চুরি

ডাক্তারকে রোগীর থাপ্পড়

পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। এনএসআই-এর এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় ৯ দালালকে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ইসল ম

এছাড়াও পড়ুন:

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে। 

বুধবার (১৩ আগস্ট) ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে। 

আটক পুরুষর হলেন- মো. মোশাররফ হোসেন (৫০), তার তিন ছেলে মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।

আরো পড়ুন:

ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা দেশটির গুজরাট রাজ্যের শচীন এলাকায় হকারি করতেন। ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি তাদের আটক করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৭
  • টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৩৫
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ