জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার রাতে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মো. মাহবুব আলমকে। এ ছাড়া যুগ্ম সমন্বয়কারী হয়েছেন খান মো. নিয়াজ মোর্শেদ, আরিফুল ইসলাম, আমান উল্লাহ, শরীফুল ইসলাম, তামিম খান, মো.

নবীর হোসেন ও মো. ফরহাদ আহমেদ আলী।

সদস্য করা হয়েছে মো. মোকলেসুর রহমান, মো. তাফাজ্জল হোসেন, সৈকত হোসেন আমিন, খাজা মাঈনুল ইসলাম, আহমেদ সজীব, আবদুল জাব্বার, আজিজুল হক, ডি এম আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মো. ইমাদুল ইসলাম, মো. ইয়াছিন জামিল, খালিদ মাহমুদ, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মুফতি মাহমুদ হাসান, মো. রাকিবুল হাসান, নুরুজ্জামান রুবেল, মো. শাহজাদা জামান ছাকিব ও জান্নাতুল নাইমাকে।
আহ্বায়ক কমিটি গঠন না করা পর্যন্ত আগামী তিন মাস এই কমিটি দায়িত্ব পালন করবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

টের স্টেগেনের ‘দীর্ঘমেয়াদি চোট’, গার্সিয়াকে নিবন্ধন করাতে পারবে বার্সা

বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চোটকে দীর্ঘমেয়াদি চোটের অনুমোদন দিয়েছে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ। গতকাল এই খবর জানিয়েছে কাতালান ক্লাবটি। এর অর্থ হলো, আর্থিক সংগতি নিয়মের ভেতরে থেকেই নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে পারবে বার্সা।

আরও পড়ুনফিলিস্তিনের শিশুদের নিয়ে উয়েফা বলল—‘শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করো’২ ঘণ্টা আগে

লা লিগার নিয়ম অনুযায়ী, সব দলকে বেতন সীমা নীতি মেনে চলতে হয়। টের স্টেগেন বার্সায় সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। তাঁর বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দিতে পারলে ক্লাবটির জন্য বেতন সীমা নীতি মেনে অন্য একাধিক খেলোয়াড় নিবন্ধন করানো সহজ হয়ে যায়। বার্সা চেয়েছিল, টের স্টেগেনের বেতনের কিছু অংশ ব্যবহার করে চোট-বদলি নিয়মে একজন গোলকিপার লা লিগায় নিবন্ধন করাতে। সে ক্ষেত্রে চোট-বদলির নিয়ম ব্যবহার করতে আগে চোট পাওয়া খেলোয়াড়ের লিখিত সম্মতি লাগে।

এস্পানিওল থেকে বার্সায় এসেছেন গার্সিয়া

সম্পর্কিত নিবন্ধ