ভিডিও গেমের প্রতি শিশু-কিশোরদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরও বেশ আগ্রহ রয়েছে। তবে অনেকেরই ধারণা, ভিডিও গেম শিশুর মানসিক বিকাশ ও সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করতে পারে। এমনকি ভিডিও গেম সহিংসপ্রবণতা তৈরির পাশাপাশি আসক্তিও তৈরি করতে পারে বলে মনে করেন কেউ কেউ। আর তাই এবার নিজেদের পছন্দমতো ভিডিও গেম তৈরির সুযোগ দিতে নতুন জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান রানওয়ে।
রানওয়ে জানিয়েছে, নতুন জেনারেটিভ এআই টুলটির মাধ্যমে খুব সহজেই টেক্সট প্রম্পটের মাধ্যমে ভিডিও গেমের চরিত্র, ল্যান্ডস্কেপ, বস্তুসহ বিভিন্ন ভিজ্যুয়াল ছবি তৈরি করা যাবে। শুধু তাই নয়, তৈরি হওয়া এসব উপাদান পরে সম্পাদনা, রিমিক্স কিংবা সূক্ষ্মভাবে পরিমার্জন করে পুরো ভিডিও গেম তৈরি করা যাবে। এ বিষয়ে রানওয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্তোবাল ভালেনজুয়েলা জানিয়েছেন, এআই ব্যবহার করে চলচ্চিত্রে সম্পাদনা ও ভিজ্যুয়াল এফেক্ট তৈরির সময় উল্লেখযোগ্য হারে কমে গেছে, ভিডিও গেমও দ্রুত তৈরি করা সম্ভব।
সিনেমার সঙ্গে ভিডিও গেমের বেশ পার্থক্য রয়েছে। সিনেমা একমুখী মাধ্যম হলেও ভিডিও গেমের ধরন ইন্টারঅ্যাকটিভ। অর্থাৎ ভিডিও গেম খেলোয়াড়ের অংশগ্রহণের ওপর ভিত্তি করে এগিয়ে যায়। ফলে এখানে যুক্তিসংগত লজিক, পদার্থবিজ্ঞান, সুনির্দিষ্ট নিয়ম এবং উচ্চমানের পারফরম্যান্স নিশ্চিত করাই মুখ্য চ্যালেঞ্জ। রানওয়ে বলছে, তারা এই প্রযুক্তিগত বাস্তবতা মাথায় রেখেই এআই টুলটি তৈরি করছে।
সম্প্রতি ‘কল অব ডিউটি’ গেম সিরিজের নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ড জানিয়েছে, তারা তাদের নতুন গেম ব্ল্যাক অপস ৬-এর ভিজ্যুয়াল উপাদান তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির ব্যবহারে গেম তৈরির প্রাথমিক পর্যায়ের ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এতে করে স্বল্প বাজেটের স্বাধীন গেম নির্মাতারাও তুলনামূলক কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও প্রোটোটাইপ তৈরির সুযোগ পাবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র নওয
এছাড়াও পড়ুন:
মেসি ফিরলেন, গোল করলেন, দলও জেতালেন
পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।
এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।
এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।
মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।