জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছর মানুষের অধিকার হরণ করেছেন, গুম–খুন করেছেন, তাঁর বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয় কমিটি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, যারা সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিল, তাদের গ্রেপ্তার করা হয়নি, বিভিন্ন স্থানে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, সেই সব চেষ্টাকে গণ–অভ্যুত্থানবিরোধী হিসেবে গণ্য করে প্রতিহত করতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের এই দল গঠনের কোনো দরকার ছিল না। জুলাই–আগস্টের আন্দোলনে শহীদদের যে আত্মত্যাগ, সেটার ঋণ পরিশোধ করতে এবং বাংলাদেশের মানুষের আহ্বানে এই দল গঠন করতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের সহায়তা করুন, সহযোগিতা করুন। বাংলাদেশের তরুণেরা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে, লালমনিরহাটকে এগিয়ে নিতে চাচ্ছে, সেই লড়াইয়ে আমরা একসঙ্গে থাকব।’

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের বড়বাড়ি ও মহেন্দ্রনগর হয়ে সন্ধ্যা ৬টার দিকে রেলওয়ে এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে পৌঁছান। লালমনিরহাট শহরের ফায়ার ব্রিগেড রোড, গোশালা বাজার রোড, রেলওয়ে বাজার রোড, মোগলহাট রেলগেট, বিডিআর গেট, টিঅ্যান্ডটি মোড় হয়ে মিশন মোড় গোলচত্বরে যান তাঁরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ

ফতুল্লার কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে এই গণসংযোগে।প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও পিআর পদ্ধতির পুনর্বহাল ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। এই দাবি পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে অটল থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

গণসংযোগ ও পথসভায় কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ