ক্যারিয়ারে বারবার হোঁচট খেয়েছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান। অনেকের উপহাসের পাত্রও হয়েছে। তবুও থেমে থাকেননি। নিজেকে গড়তে চেষ্টা চালিয়ে গেছেন। সেই চেষ্টা এখনও চলমান। সম্প্রতি কিছু ঘটনায় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। তবে এগুলো মাথায় না নিয়ে ছুটে চলছেন আপন গতিতে।

এসবের মাঝে আজ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন আরশ। সেখানে উপহাসের কথা বলেছেন তিনি। উদাহরণ স্বরূপ টেনেছেন শাকিব খান। অন্যকারও নাম না করে নিজেকে দিয়ে শিক্ষার বানী শুনিয়েছেন আরশ।

লিখেছেন, ‘উপহাসে আমার এখন আর খারাপ লাগেনা, কষ্ট হয় না। কারণ, শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করা আমি আজ লাইনে দাঁড়িয়ে তার সিনেমার টিকিট কাটি।’

শেষে অভিনেতা লিখেছেন, ‘মনে রাখবেন আজ যারা আপনার উপর হাসে তারাই আপনার ভবিষ্যৎ ভক্ত।’

এর আগে গেল বছর মুক্তি পাওয়া শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছিলেন আরশ খন। এখানে তিনি ছিলেন শাকিব খানের বাবা আব্দুল গনি চরিত্রে (ছোটবেলার)। এই সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন আরশ খান।

প্রসঙ্গত, গেল মাসেই একটি অনুষ্ঠানে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, ‘এই চলচ্চিত্র (জগৎ) সত্যি অনেক রং দেখিয়েছে। একসময় যখন সত্যিই খুব হতাশ হয়ে যেতাম। ভাবতাম, সত্যিই হয়তো বা আমাকে দিয়ে আর কিছু হবে না। আপনাদের হয়তো কারও কারও মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি কিছু কারণে অনেক কাছের মানুষকেও বলতে শুনেছি, “তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স।” নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ। ইতি টানতে হবে। আবার ভেবেছি, যাওয়ার আগে একটা ট্রাই (চেষ্টা) তো করে যাই। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসল, একটা ট্রাই করে যাই। না হলে ছেড়ে দেব, ছেড়ে দেব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আরশ খ ন উপহ স ন আরশ

এছাড়াও পড়ুন:

মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যের’ ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরের সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর আপন ছোট ভাই।

র‍্যাব-১১ সিপিসি-২–এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ বিকেলে জেলার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই শাহ পরান আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘শাহ পরান বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় র‍্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত জানানো হবে। বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-১১–এর সিইও।’

পুলিশের সূত্র বলছে, ওই নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের মুখেও শাহ পরানের নামটি উঠে আসে। তিনি ছিলেন ভিডিও ছড়ানোর নেপথ্যে। তাঁর পাঠানো লোকজনই ওই নারীকে বিবস্ত্র অবস্থায় নির্যাতন এবং ভিডিও ধারণ করেন বলে অভিযোগ তাঁদের।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শাহ পরানকে র‍্যাব আটক করেছে বলে জেনেছি। তবে এখনো আমাদের কাছে তাঁকে হস্তান্তর করেনি। আমাদের কাছে তাঁকে হস্তান্তর করলে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

আরও পড়ুনমুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা২৮ জুন ২০২৫আরও পড়ুনপ্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন: পুলিশ২৯ জুন ২০২৫আরও পড়ুনপ্রধান আসামির দলীয় পরিচয় নিয়ে ঠেলাঠেলি, ‘নোংরা রাজনীতি’ বলছেন স্থানীয় বাসিন্দারা৩০ জুন ২০২৫আরও পড়ুনলোকজনের ভিড়, সাক্ষাৎকারের ‘চাপ’—বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী০১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ