এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রথমবারের মতো এসিসির সভা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসিসির এজিএম বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চাপ দিয়েছিল ভারত। নয়তো তারা সভা বয়কট করবে হুমকিও দিয়েছিল। এমন খবর গণমাধ‌্যমে এসেছিল। যদিও এসিসি বা বিসিবি থেকে কোনো কথা বলা হয়নি। 

এসিসি প্রধান মহসিন নাকভি বাংলাদেশকেই আয়োজক হিসেবে চূড়ান্ত করেন। গতকাল তিনি ঢাকায় আসার মধ‌্য দিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেন। এবং সাফ জানিয়ে দেন, বাংলাদেশ থেকে কোথাও সরবে না এসিসি সভা এবং স্থগিতও হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আয়োজনের কেবল ‘হোস্ট’। ভারতের বয়কটে তেমন কিছু করার ছিল না বাংলাদেশের।

তবে শেষ পর্যন্ত ভারত সভা বয়কট করছে না। আজকে দুপুরে শুরু হওয়া সভায় ভারত অনলাইনে যোগ দেবে। ভারতের গণমাধ‌্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি চূড়ান্ত করেছে। পরবর্তীতে বিসিবির এক পরিচালকও রাইজিংবিডিকে নিশ্চিত করেছে ভারতের প্রতিনিধি দল অনলাইনে সভায় যোগ দেবেন।

শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। তাদের নিয়েও শঙ্কা কেটে গেছে। বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রতিনিধি দল আজ সকালে চলে আসবেন। আফগানিস্তানের দল গতকাল রাতেই চলে এসেছে।

জানা গেছে, বিসিবির সহ সভাপতি রাজীব শুক্লা এই সভায় যোগ দেবেন। নানা কারণে এসিসির এবারের সভাটি গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। কিন্তু, পাকিস্তান ভারত সফর করবে না; তা আগে থেকেই জানা। ফলে এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ৫-২১ সেপ্টেম্বর চলবে এই প্রতিযোগিতা।

গতকাল রাতে বিসিবি একটি ডিনার হোস্ট করেছে। যেখানে এসিসির প্রতিনিধি দল, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা এবং বিসিবির গেস্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এস স র

এছাড়াও পড়ুন:

সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত

ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছিল ভারত। ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এবার কী করবে তারা?

ভারত এই ম্যাচ বয়কট করবে কি না, তা এখনো জানা যায়নি। ডব্লুসিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে এরই মধ্যে এই টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ ভারত–পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি লিখেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারত দলকে অভিনন্দন জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।’

ধাওয়ান পাকিস্তান ম্যাচ না খেলার পক্ষে ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত