Risingbd:
2025-09-20@01:51:16 GMT

৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক 

Published: 4th, August 2025 GMT

৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক 

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারা দেশে সব ব্যাংক বন্ধ থাকবে।

সরকার ঘোষিত এই বিশেষ দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগেই জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করায় ব্যাংকসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন’ গত ১৭ জুলাই এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। 

গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকগুলোতেও ছুটি নির্ধারণ করে।

সার্কুলারে বলা হয়েছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই তফসিলি ব্যাংকগুলোতেও ৫ আগস্ট ছুটি থাকবে।

ঢাকা/নাজমুল/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৫ আগস ট ব সরক র

এছাড়াও পড়ুন:

পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদকস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর গুজবের পরিবর্তে সঠিক সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

৮ সেপ্টেম্বর সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।” তার এই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন চত্ত্বরে বিক্ষোভ করেছে ‘বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া’ নামের একটি সংগঠন। তাদের ভাষ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং ড. ইউনূস ও তার উপদেষ্টাদের সুপরিকল্পিত নীতি, যার লক্ষ্য বাংলাদেশ থেকে সনাতনীদের ধাপে ধাপে বিতাড়ন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সময় গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গুজব মোকাবিলায় গণমাধ্যমকেই সত্য সংবাদ পরিবেশন করতে হবে।”

অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব এবং পুলিশ কর্মকর্তাদের রাষ্ট্রের প্রয়োজনে  নিয়োগ দেওয়া হচ্ছে এবং এতে কোনো সমস্যা নেই। নিয়ম মেনেই এ পদায়নগুলো হচ্ছে।

 

ঢাকা/এমআর/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের চেষ্টা হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে’
  • পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কলকাতায় পোড়ানো হলো ড. ইউনূসের কুশপুতুল 
  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে