কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, কাল খুলছে বাঁধের ১৬টি গেট
Published: 4th, August 2025 GMT
টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। ইতিমধ্যে পানি কাপ্তাই বাঁধের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এ কারণে হ্রদের পানি ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় হ্রদের ১৬টি গেটের সব কটি খুলে দেওয়া হবে। প্রতি গেট থেকে ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে পানি।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় পানি ১ ফুট মেইন সি লেভেল (এমএসএল) বেড়ে কাপ্তাই বাঁধের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট বেড়ে যায়। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের বিপৎসীমা ১০৮ ফুট। আর বাঁধের ধারণক্ষমতা ১০৯ ফুট বলে জানায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো.
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় মনিটরিং কমিটির জরুরি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে হ্রদের পানি ছেড়ে দেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব পৎস ম র
এছাড়াও পড়ুন:
রক্ষণশীলতা ভেঙে সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল
সুফিয়া কামাল সুদীর্ঘ জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী আন্দোলন এবং স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ছিলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নতুনভাবে ভাবতে ও কাজ করতে পারতেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বেলা ১১টায় সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী, আগত অতিথি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এরপর রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রীরা