কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, কাল খুলছে বাঁধের ১৬টি গেট
Published: 4th, August 2025 GMT
টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। ইতিমধ্যে পানি কাপ্তাই বাঁধের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এ কারণে হ্রদের পানি ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় হ্রদের ১৬টি গেটের সব কটি খুলে দেওয়া হবে। প্রতি গেট থেকে ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে পানি।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় পানি ১ ফুট মেইন সি লেভেল (এমএসএল) বেড়ে কাপ্তাই বাঁধের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট বেড়ে যায়। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের বিপৎসীমা ১০৮ ফুট। আর বাঁধের ধারণক্ষমতা ১০৯ ফুট বলে জানায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো.
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় মনিটরিং কমিটির জরুরি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে হ্রদের পানি ছেড়ে দেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব পৎস ম র
এছাড়াও পড়ুন:
২১ বছর পর কী নিয়ে আসছে শহরতলী
ভক্তরা বলে, বাংলাদেশের ব্যান্ড সংগীতে নতুন ধারা এনেছে ‘শহরতলী’। এ ধারাকে বলা হচ্ছে ‘থিয়েট্রিক্যাল রক’ অর্থাৎ গান, কবিতা ও সংলাপকে একবিন্দুতে এনে তৈরি করা হয়েছে ভিন্ন এক আবহ। ২০০৪ সালে এ ধরনের গান নিয়ে শুরু হয় পথচলা। আজ পথচলার ২১ বছর পার করছে তারা। এ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ব্যান্ডটির নতুন গান ‘অপ্রলাপ’। এটি ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘এখন, এখানে...–এ’র শেষ গান।
প্রতিষ্ঠা: ৬ অক্টোবর ২০০৪ঘরানা: থিয়েট্রিক্যাল রক
প্রকাশিত অ্যালবাম: ‘বরাবর শহরতলী’, ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ ও ‘এখন, এখানে...’
জনপ্রিয় গান: আসাদের খোলা চিঠি, জেলখানার চিঠি, ফেলানী, গণজোয়ার, দেশমাতার কাছে চিঠি
বর্তমান লাইনআপ মিশু খান (ভোকাল, রিদম গিটার), জিল্লুর রহমান (পারফর্মিং ভোকাল), সাদি মাহমুদ (কি-বোর্ড), ফাহিম পাশা (লিড গিটার), মাহবুবুল আকরাম (ড্রামস), রাজিবুর রহমান (বেজ গিটার) এবং মাহিবুল হাসান (সাউন্ড ইঞ্জিনিয়ার)।
গানটি লিখেছেন ব্যান্ডের পারফর্মিং ভোকাল জিল্লুর রহমান, সুর করেছেন মিশু খান। সঙ্গে যুক্ত করা হয়েছে জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’। আজ সোমবার রাত ৯টায় শহরতলীর ইউটিউব চ্যানেলে গানটির অ্যানিমেটেড চিত্র প্রকাশ পাবে। স্পটিফাইসহ বিশ্বের অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।
গানটি নিয়ে জিল্লুর রহমান বলেন, ‘জীবনের নানাবিধ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ আশা ও নিরাশার মধ্যবর্তী অমীমাংসিত এক দ্বন্দ্বের ভেতর পেন্ডুলামের মতো দুলতে থাকে। কেউ কেউ স্রেফ আশার ওপর ভর করে টিকে থাকার নিরন্তর লড়াইয়ে শামিল হয়, কেউ–বা ক্লান্ত–বিপর্যস্ত হয়ে টেনে দিতে উদ্যত হয় জীবন নাটকের যবনিকা। এ দুইয়ের টানাপোড়েনের ভেতরই এগিয়ে চলে জীবন। কিন্তু মানুষ তবু পৌঁছাতে পারে না তার সেই আদর্শ জীবনের কাছে, যেখানে তাকে রাতদিন তাড়া করে ফিরবে না অগণিত অমীমাংসিত প্রশ্ন। “অপ্রলাপ” গানে উঠে এসেছে মানুষের ভেতরকার চলমান সেই টানাপোড়েনের গল্প।’
আরও পড়ুনতিন বছর পর অর্থহীন০২ অক্টোবর ২০২৫২০০৪ সালে ঢাকা কমার্স কলেজের তিন বন্ধু মিশু খান, গালিব আজিম ও বিদ্যুৎ রহমান মিলে একটি ব্যান্ড গঠনের চিন্তা করেন। এর আগপর্যন্ত আলাদা আলাদা সংগীতচর্চা করলেও একসঙ্গে কিছু একটা করার তাড়না থেকে জন্ম নেয় ব্যান্ড শহরতলী। পরে বেজিস্ট হিসেবে যুক্ত হন তপন মাহমুদ, ড্রামার হিসেবে শরিফুল সানী। ২০১২ সালে গালিব ও বিদ্যুৎ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালে বড়সড় সংকটের মধ্যে পড়ে শহরতলী। এই সময়ে পারফর্মিং ভোকাল হিসেবে ব্যান্ডে যোগ দেন জিল্লুর রহমান। ২০১৯ সালে বেজ গিটারে যোগ দেন রাজিবুর রহমান আর ২০২০ সালে কি–বোর্ডে যুক্ত হন সাদি মাহমুদ। পরে ২০২২ সালে একে একে ব্যান্ডে যুক্ত হন মাহবুবুর আকরাম (ড্রামস), ফাহিম পাশা (গিটার) এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে মাহিবুল হাসান।
শহরতলীর সদস্যরা। ছবি: ব্যান্ডের সৌজন্যে