পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে
Published: 5th, August 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বার্জার লাক্সারি সিল্কের ওয়েডিং ড্রিমসের প্রদর্শনী
বার্জার পেইন্টস লাক্সারি সিল্ক আয়োজিত মালদ্বীপ ওয়েডিং ড্রিমসের প্রদর্শনী সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা পাঁচ দম্পতিকে নিয়ে মালদ্বীপে ওয়েডিং ফটোশুট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রিমিয়ার সম্প্রতি উত্তরায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বার্জারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্জার লাক্সারি সিল্কের পণ্যদূত বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার মতো তারকাদের নিয়ে গঠিত জুরিবোর্ডের সদস্যরা পাঁচ দম্পতিকে এ ফটোশুটের জন্য বাছাই করেন। নির্বাচিত এই দম্পতিরা গত ফেব্রুয়ারিতে মালদ্বীপে ফটোশুটে অংশ নেন। আর গ্র্যান্ড প্রিমিয়ারে সেসব অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় তুলে ধরা হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বার্জারের পক্ষ থেকে জানানো হয়, মালদ্বীপে ধারণ করা ফটোশুট এপিসোড আকারে ৮, ১৫ ও ২২ আগস্ট রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে।
এদিকে প্রিমিয়ার অনুষ্ঠান শেষে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার লাক্সারি সিল্ক তার গ্রাহকদের জীবনে অসাধারণ স্মৃতিময় মুহূর্ত তৈরিতে সব সময় নিবেদিত। আমি মনে করি, “ওয়েডিং গ্ল্যামশ্যুট” ক্যাম্পেইনটি সেই প্রতিশ্রুতিকে সফলভাবে বাস্তবায়ন করেছে। এটি কেবল রঙের গল্প নয়; বরং এতে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আন্তরিক প্রচেষ্টা ছিল।’